• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০১৯, ১২:০৪ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৯, ২০১৯, ১২:০৪ পিএম

বিপিএলের সবচেয়ে ব্যয়বহুল দল  ঢাকা, কম ব্যয়ের দল সিলেট

বিপিএলের সবচেয়ে ব্যয়বহুল দল  ঢাকা, কম ব্যয়ের দল সিলেট
বঙ্গবন্ধুর নামে হতে যাওয়া বিপিএলের সপ্তম আসরের লোগো। ফটো : বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) সপ্তম আসরের জন্য অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে ঢাকা প্লাটুন। দেশি-বিদেশি খেলোয়াড় কিনতে দলটি খরচ করেছে ৪ কোটি ৪৮ লাখ টাকা। দেশি ক্রিকেটার কিনতে ঢাকা প্লাটুন ২ কোটি ২২ লাখ এবং বিদেশি ক্রিকেটার কিনতে ২ কোটি ২৬ লাখ টাকা খরচ করেছে। 

ড্রাফটে ৩ কোটি ৯৭ লাখ ২০ হাজার টাকা খরচ করে দ্বিতীয় ব্যয়বহুল দলটি হলো খুলনা টাইগার্স। দেশি ক্রিকেটার কিনতে তারা ১ কোটি ৭১ লাখ এবং বিদেশি ক্রিকেটার কিনতে ২ কোটি ২৬ লাখ ২০ হাজার টাকা খরচ করেছে।

প্লেয়ার্স ড্রাফটে টাকা খরছের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মোট ৩ কোটি ৭৮ লাখ টাকা খরচ করা দলটি ক্রিস গেইলকে মাত্র ৮৪ লাখ টাকায় কিনে নিয়েছে। দেশি ক্রিকেটার কিনতে চট্টগ্রাম ১ কোটি ৬৮ লাখ এবং বিদেশি ক্রিকেটার কিনতে ২ কোটি ১০ লাখ টাকা খরচ করেছে। 

খরচের দিন দিয়ে চতুর্থ স্থানে আছে কুমিল্লা ওয়ারিয়র্স। দলটি ৩ কোটি ৬৫ লাখ ৮০ হাজার টাকা  দেশি-বিদেশি খেলোয়াড় কিনতে ব্যয় করেছে। দেশি ক্রিকেটার কিনতে কুমিল্লা ১ কোটি ৩৯ লাখ এবং বিদেশি ক্রিকেটার কিনতে ২ কোটি ২৬ লাখ ৮০ হাজার টাকা খরচ করেছে। 

বিপিএলের সপ্তম আসরে ক্রিকেটার কেনায় খরচ করার দিক দিয়ে পঞ্চম স্থানে আছে রংপুর রেঞ্জার্স। দেশি ক্রিকেটার কিনতে তারা ১ কোটি ৩৫ লাখ এবং বিদেশি ক্রিকেটার কিনতে ২ কোটি ২৬ লাখ ৮০ হাজার টাকা খরচ করেছে। তাদের মোট ব্যয় ৩ কোটি ৬১ লাখ ৮০ হাজার টাকা।

ক্রিকেটার কেনায় অর্থ ব্যয় করার বিচারে তালিকার ষষ্ঠ অবস্থানে থাকা রাজশাহী রয়্যালসের মোট খরচের পরিমাণ ৩ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকা। দেশি ক্রিকেটার কিনতে তারা ১ কোটি ৬৬ লাখ এবং বিদেশি ক্রিকেটার কিনতে ১ কোটি ৮৪ লাখ ৬০ হাজার টাকা খরচ করেছে। 

খরচের দিক দিয়ে সবার শেষে অবস্থান করছে সিলেট থান্ডার্স। তারা ক্রিকেটার কিনতে মোট খরচ করেছে ২ কোটি ৭৪ লাখ টাকা। দেশি ক্রিকেটার কিনতে তারা ১ কোটি ৪৮ লাখ এবং বিদেশি ক্রিকেটার কিনতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ করেছে। 

এদিকে, ক্রিকেটারদের কেনার জন্য দলগুলোর ব্যয় আরও বৃদ্ধি পাবে। ড্রাফটের বাইরে থাকা ক্রিকেটারদের কেনার সুযোগ এখনো তাদের থাকায় স্বাভাবিকভাবে খরচও বাড়তে চলেছে। 

আরআইএস 
 

আরও পড়ুন