• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০১৯, ০৫:০২ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৮, ২০১৯, ০৫:০৩ পিএম

রক্ষণাত্মক মনোভাবের কারণেই টেস্ট হারে বাংলাদেশ : হোয়াটমোর

রক্ষণাত্মক মনোভাবের কারণেই টেস্ট হারে বাংলাদেশ : হোয়াটমোর
ডেভ হোয়াটমোর। ফাইল ছবি

ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের একটিতে জয় পেলেও টেস্টে একেবারেই নাস্তানাবুদ অবস্থা বাংলাদেশের। মাত্র তিন দিনেই ইনিংস ব্যবধানে ম্যাচ হেরেছে বাংলাদেশ। কেনো টাইগারদের এই দশা? সাবেক কোচ ডেভ হোয়াটমোর মনে করছেন মনোভাবই ঠিক নেই বাংলাদেশের।

তিনি বলেন, ‘হারের অন্যতম কারণ অবশ্যই রক্ষণাত্মক মনোভাব। মোহাম্মদ শামিদের বিরুদ্ধে প্রথম ইনিংসে ওপেনারেরা বলের নাগালই পাচ্ছিল না। প্রতিপক্ষকে ওদের উপরে চাপতে দেওয়ার সুযোগ করে দিয়েছে। আমি কোচ থাকাকালীন স্পষ্ট বলে দিতাম, হারতে রাজি আছি; কিন্তু লড়াই ছাড়া হারতে পারব না। মাঠে নেমে প্রতিপক্ষকে বুঝিয়ে দাও, বাংলাদেশকে ছোট দল হিসেবে দেখলে ভুল করবে।’

রঙিন পোশাকের ক্রিকেটের সঙ্গে দীর্ঘ পরিসরের ক্রিকেটে বাংলাদেশের মনোভাবও ভিন্ন দেখেন তিনি, ‘সীমিত ওভারের ক্রিকেটে যে মনোভাব নিয়ে বাংলাদেশ খেলে, টেস্টে তা দেখা যায় না মোটেও। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সাকিব, তামিমকে ছাড়াই কিন্তু খেলেছিল বাংলাদেশ। ওদের অভাব কিন্তু সে রকম অনুভব করা যায়নি। এবার থেকে টেস্টকেও উপভোগ করার কাজ শুরু করতে হবে ওদেরকে।’

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়াও সাহসী ছিল বলে মনে করেন হোয়াটমোর। তিনি বলেন, ‘ভারতের বিরুদ্ধে যদিও টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তটি সাহসী ছিল; কিন্তু তার সদ্ব্যবহার করার কোনও চেষ্টাই দেখা যায়নি। ভেবেছিলাম ইমরুল কায়েস তার অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে। ওকে দেখে আমি হতাশ।’

সাদা পোশাকে বাংলাদেশের উন্নতির উপায়ও বলেছেন সাবেক গুরু, ‘পেস বিভাগে উন্নতি করতে না পারলে এই কাজ খুবই কঠিন। আবু জায়েদ ভাল প্রতিভা; কিন্তু এবাদত হোসেন খুব বেশি শর্ট বল করে ফেলছে। সে সঙ্গে দলের সিনিয়র ক্রিকেটারদেরও উদাহরণ হয়ে উঠতে হবে। ভাল ইনিংস খেলে জুনিয়রদের অনুপ্রাণিত করতে হবে। উইকেটে থিতু হয়ে গেলে বড় ইনিংস গড়ার চেষ্টা করতে হবে। উইকেট ছুঁড়ে দিয়ে আসলে স্বপ্নপূরণ হবে না।’

এমএইচবি

আরও পড়ুন