• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০১৯, ০৯:৩০ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৩, ২০১৯, ০৯:৩৬ পিএম

মুশফিকের ব্যাটে দিন শেষে প্রতিরোধের আভাস বাংলাদেশের

মুশফিকের ব্যাটে দিন শেষে প্রতিরোধের আভাস বাংলাদেশের
ইডেন টেস্টে দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরির পর মুশফিকুর রহিম - ছবি : ক্রিকইনফো

ম্যাচের আগে গোলাপি নিয়ে কত কথা। তাতে মাঠের ক্রিকেটটাই ভুলে গিয়েছিলেন সংশ্লিষ্টরা, তাতে যে ক্রিকেটটাররাও সামিল হবেন তা আর কে জানতো। অন্তত ইডেন টেস্টের দ্বিতীয় দিনশেষে তো তাই মনে হচ্ছে। বাংলাদেশ যে ভারতের চেয়ে পিছিয়ে আছে ইনিংস ও ৮৯ রানে। হাতে আছে কেবল ৪ উইকেট।

দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে এসে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ ছিল অলআউটের শঙ্কায়। কিন্তু বারবার সঙ্গী বদলেও মুশফিকুর রহিমের উইকেটে অবিচল থাকাতেই খানিক প্রতিরোধের আভাস। মুশফিক তা শুরু করেছিলেন মাহমুদুল্লাহকে নিয়ে, তার হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়ায় খানিক নড়বড়ে হয়েছে প্রতিরোধটা।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। দুই ওপেনার ইমরুল কায়েস ও সাদমান ইসলাম যখন ফিরেন, তখন স্কোরকার্ডে মাত্র দুই রান। এরপর দলীয় ৯ রানের মাথায় অধিনায়ক মুমিনুল ‘ডাক’ মেরে ফিরে গেলে তৈরি হয় দুই দিনে টেস্ট হারেরশঙ্কা। তবে রিটায়ার্ড হার্ড হওয়ার আগে রিয়াদ  ৩৯ ও দিনশেষে অপরাজিত থাকা মুশফিক ৫৯ রান করায় তা আর হয়নি। দ্বিতীয় দিনটা অলআউট না হয়েই পার করতে পেরেছে বাংলাদেশ।

এর আগে শনিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ৩ উইকেটে ১৭৪ রান নিয়ে ভারত দ্বিতীয় দিনের খেলা শুরু করে। চতুর্থ উইকেটে ৯৯ রানের জুটি গড়েন বিরাট-রাহানে। দলীয় ২৩৬ রানের মাথায় তাইজুলের করা স্টাম্পের বাইরে করা শর্ট বলে রাহানে কাট শট মারেন। কিন্তু টাইমিং ঠিক না থাকায় এবং গ্যাপ না পাওয়ার বল চলে যায় পয়েন্টে দাঁড়িয়ে থাকা এবাদত হোসেনের হাতে। তাতে ৫১ রান করে রাহানে ফিরে যান। 

এরপর চোখের পলকে ফিরে যান আরও ৩ ভারতীয় ব্যাটসম্যান। দ্বিতীয় নতুন বলে আল আমিনের করা প্রথম ওভারের একটি বলের লাইনে যেতে পারেননি রবিচন্দ্রন অশ্বিন। অফ স্টাম্পের বাইরে পিচ করা বল ভেতরে ঢুকে অশ্বিনের প্যাডে আঘাত হানলে এলবিডব্লিউর আবেদনে সাড়া দেন আম্পায়ার। অশ্বিন রিভিউ নিয়েও বাঁচতে পারেননি।

উমেশ যাদব রানের খাতা খোলার আগেই রাহীর বলে স্লিপে সাদমানের হাতে ধরা পড়েন। এর খানিক পরেই আল আমিনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে শূন্য রানে ফেরেন ইশান্ত শর্মা। শেষ ব্যাটসম্যান হিসেবে নামা মোহাম্মদ শামি ৫ বলে ১ চার ও ১ ছক্কার মারে ১০ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গী ছিল ১৭ রানে ক্রিজে থাকা ঋদ্ধিমান সাহা। 

বাংলাদেশের পক্ষে ৮৫ রান দিয়ে আল আমিন হোসেন এবং এবাদত হোসেন ৯১ রান দিয়ে ৩টি করে উইকেট লাভ করেন। আবু জায়েদ রাহী ২টি এবং তাইজুল পান একটি উইকেট

এমএইচবি/ এফসি

আরও পড়ুন