• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০১৯, ০৩:১৮ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৪, ২০১৯, ০৩:১৯ পিএম

বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য খারাপ লাগে : গাভাস্কার

বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য খারাপ লাগে : গাভাস্কার
সুনীল গাভাস্কার। ফাইল ছবি

প্রথাগত নিয়মেই ম্যাচের আগে পিচের অবস্থা জানান বিশেষজ্ঞরা। মূলত টসের আগেই সবসময় জানানো হয় এই পিচে কত রান করলে নিরাপদ, কিংবা ব্যাটি নাকি বোলিং সহায়ক হবে উইকেট। তবে টেস্ট ম্যাচে প্রতিদিন শুরুর আগেই ব্রিফ দেয়া হয় দর্শকদের উদ্দেশ্যে। 

কলকাতায় সদ্য শেষ হওয়া বাংলাদেশে ও ভারতের মধ্যেকার দিবা-রাত্রির টেস্টের তৃতীয় দিনের আগেও মুরালি কার্তিককে নিয়ে পিচ রিপোর্ট দিতে আসেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। সেখানে তিনি বাংলাদেশ অর্ডিনারি দল বলে পিচ রিপোর্টের প্রয়োজন নেই মনে করে দুঃখ করেন বাংলাদেশের সমর্থকদের জন্য। 

তিনি বলেন, ‘পিচ নিয়ে বলার আসলে কিছু নেই। পিচ কেমন করবে, তাতে খুব একটা যায় আসে না। এই বাংলাদেশ দল 'অর্ডিনারি'। তাদের পারফর্মেন্স 'অর্ডিনারি', টেকনিক 'অর্ডিনারি।' খারাপ লাগে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য। ক্রিকেটের প্রতি তাদের আবেগ প্রবল। কিন্তু দলের কাছ থেকে কতটা প্রতিদান পাচ্ছে তারা? এই দুই টেস্টে কোনো নিবেদন দেখা গেল না ক্রিকেটারদের! ভালো কিছু করার কোনো ভাবনাই দেখা যায়নি তাদের মাঝে!'

এমএইচবি

আরও পড়ুন