• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০১৯, ১১:৪১ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৩০, ২০১৯, ১২:০৪ পিএম

বল হাতে অনুশীলনে ফিরেছেন মাশরাফী

বল হাতে অনুশীলনে ফিরেছেন মাশরাফী
নেটে বল হাতে অনুশীলনে মাশরাফী বিন মোর্ত্তজা। ফটো : দৈনিক জাগরণ

বিশ্বকাপটা ভালো যায়নি একেবারেই, দলের সঙ্গে ব্যর্থ হয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজাও। এরপর পড়েছেন সমালোচনার মুখে। তার জবাব দিতেই যেতে চেয়েছিলেন শ্রীলঙ্কা সফরে। ভাগ্যটা সহায় হয়নি তখন। উড়াল দেয়ার ঠিক আগেই পড়েন ইনজুরিতে।

এরপর একেবারে ক্রিকেট বিমুখ হয়ে পড়েছিলেন মাশরাফী। মাঝে একবার শোনা গিয়েছিল তার অবসরে যাওয়ার জন্য বিশেষ ওয়ানডে ম্যাচের আয়োজন করা হবে। তবে মাশরাফী তাতে রাজি হননি।

তামিম ইকবালের বিপক্ষে নেটে বল করেন মাশরাফী বিন মোর্ত্তজা। ফটো : দৈনিক জাগরণ  

আসন্ন বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে খেলবেন মাশরাফী। আর তার জন্য নীরবে অনুশীলন করতে গিয়েই ফের চোটে পড়েন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। পুনর্বাসন প্রক্রিয়া শেষে গত বৃহস্পতিবার মিরপুরে এলেও ফিরে গেছেন অনুশীলন না করেই।

তবে শনিবার (৩০ নভেম্বর) নেটে বল হাতে অনুশীলন করতে দেখা গেছে মাশরাফীকে। ঢাকা প্লাটুন ও জাতীয় দলে তার সতীর্থ তামিম ইকবালের বিপক্ষে বল করেন তিনি, কথা বলেন ট্রেনার মারিও ভিলাভারায়ানের সঙ্গেও।

এমএইচবি/আরআইএস 

আরও পড়ুন