• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০১৯, ০৩:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৩, ২০১৯, ০৩:৩৭ পিএম

এস এ গেমস 

ইতিহাস গড়ে হাই জাম্পে পদক জিতলো বাংলাদেশ

ইতিহাস গড়ে হাই জাম্পে পদক জিতলো বাংলাদেশ
মাহফুজুর রহমান। ফটো : সংগৃহীত

নেপালের কাঠমান্ডু ও পোখারায় চলমান সাউথ এশিয়ান (এস এ) গেমসে বাংলাদেশের হয়ে রৌপ্যপদক জয় করেছেন অ্যাথলেট মাহফুজুর রহমান। এসএ গেমসের ইতিহাসে হাই জাম্পের ইভেন্টে এবারই বাংলাদেশ প্রথম পদক লাভ করলো।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ছেলেদের হাই জাম্পে সোনা জিততে না পারলেও বাংলাদেশের জাতীয় রেকর্ড গড়েছেন মাহফুজুর। ২.১৬ মিটার উচ্চতা টপকে যুগ্মভাবে দ্বিতীয় হয়ে তিনি রৌপ্য জেতেন। হাই জাম্পে এর আগে জাতীয় রেকর্ড তাঁর দখলেই ছিল। ২.১৫ মিটার উচ্চতা পেরিয়েছিলেন তিনি।

এই ইভেন্টে স্বর্ণ জেতেন ভারতের সারভেশ অনিল। মাহফুজুর ভারতেরই আরেক অ্যাথলেটের সঙ্গে যুগ্মভাবে রৌপ্য জেতেন। 

এদিকে, কারাতের ৬৭ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশের হয়ে রৌপ্য জিতেছেন ফেরদৌস।

আরআইএস 
 

আরও পড়ুন