• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০১৯, ০৪:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৩, ২০১৯, ০৪:৪৫ পিএম

বিপিএল খেলতে বিগ ব্যাশকে ‘না’ বলেছেন রাসেল

বিপিএল খেলতে বিগ ব্যাশকে ‘না’ বলেছেন রাসেল
আন্দ্রে রাসেল। ফাইল ছবি

মারকুটে ব্যাটিংয়ের জন্যই প্রসিদ্ধ ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। বোলিংটাও টি-টোয়েন্টিতে দারুন কার্যকরী। সবমিলিয়ে অসাধারণ এক অলরাউন্ডারই তিনি। প্রতিনিয়তই তাকে দেখা যায় বড় ছক্কা হাঁকাতে। যে কারণেই যে কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টেই পরম আরাধ্য রাসেল। 

বাংলাদেশের ক্রিকেটপ্রেমিদের জন্য সুখবর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আয়োজিত বিপিএলের সপ্তম আসরে খেলতে আসছেন এই ক্যারিবীয়ান ক্রিকেটার। সোমবার অস্ট্রেলিয়ার প্রভাবশালী দৈনিক ‘সিডনি মর্নিং হেরাল্ড’ সূত্রে জানা গেছে এ খবর।

বিপিএল গভর্নিং কাউন্সিল অবশ্য ক'দিন আগেই জানিয়েছিল রাজশাহী রয়্যালসের হয়ে মাঠ মাতাবেন রাসেল। গত মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের বিগব্যাশ শিরোপা জয়ের পেছনে অন্যতম ভূমিকা ছিল আন্দ্রে রাসেলের। ৩১ বছর বয়সী এই অলরাউন্ডারকে এবারও ধরে রাখতে চেয়েছিল রেনেগেডস। কিন্তু পারিশ্রমিক নিয়ে সমঝোতায় পৌঁছাতে না পারায় রেনেগেডস পাকাপাকিভাবে জানিয়ে দেয়, এবার বিগব্যাশে রাসেলকে পাচ্ছে না তারা। 

এমএইচবি

আরও পড়ুন