• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০১৯, ০৭:৪২ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৩, ২০১৯, ০৭:৪২ পিএম

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে জায়গা পাবেন ‘অল্প সংখ্যক’ দর্শক

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে জায়গা পাবেন ‘অল্প সংখ্যক’ দর্শক
শেরে বাংলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু বিপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের ঘোষণা ইতোমধ্যেই দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার জন্য মিরপুর স্টেডিয়ামের পূর্ব পাশে দুই দিন ধরে শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজও। মঙ্গলবার তা পরিদর্শনে এসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনিই জানালেন, উদ্বোধনী অনুষ্ঠানে খুব অল্প সংখ্যক সাধারণ দর্শকই জায়গা পাবেন।  

তিনি বলেন, ‘মাঠে খুব অল্প সংখ্যক দর্শককে আমরা জায়গা দিতে পারব। মঞ্চের পেছন দিকে পারছি না, দুই পাশেও পারছি না (জায়গা দিতে)। মাঠের ভেতরে পিচ বা মাঠ নষ্ট হতে পারে, এরকম ঝুঁকি নিতে পারছি না। কাজেই এখানেও জায়গা দিতে পারছি না (সাধারণ দর্শেকর জন্য)। ভিভিআইপিদের জন্য কিছু চেয়ার মাঠে মঞ্চের দুই পাশে থাকবে।’

২৬ হাজার দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে ঠিক কতজন দর্শক জায়গা পাবেন গ্যালারিতে? বিসিবি সভাপতির জবাব, ‘আমাদের হিসাব অনুযায়ী, সব মিলিয়ে ৮ হাজারের বেশি দর্শককে জায়গা দেয়া কঠিন হবে। সেখানে আমাদের কাউন্সিলরদের দিতে হবে, ক্লাবগুলোকে দিতে হবে, স্পন্সর, সরকারী বিভিন্ন সংস্থাকে দিতে হবে। এরপর হাজার পাঁচেক টিকিট আমরা সাধারণ দর্শককে দিতে পারব।’

বিপিএল উপলক্ষে মিরপুর স্টেডিয়ামের গ্যালারিতে বসছে নতুন চেয়ার। যা নেয়া হচ্ছে দেশিয় একটি কোম্পানি থেকে। এ ব্যাপারে পাপন বলেন, ‘সবসময় আমরা বাইরে থেকে চেয়ার আমদানী করে আনতাম। যাদের কাছ থেকে আমদানী করেছি, ওদের সঙ্গে অনেক যোগাযোগ করেছি। দেব-দিচ্ছি করে আর তারা চেয়ার পাঠায়নি। এখন জরুরি ভিত্তিতে চেয়ার বদলানো দরকার। তাই ঠিক করেছি, এই প্রথমবার স্থানীয় একটি প্রতিষ্ঠান থেকে চেয়ার নিচ্ছি। ওদেরগুলো ভালো হলে, টেকসই হলে, ভবিষ্যতেও এখান থেকে নেয়া হবে।’

আরও পড়ুন