• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০১৯, ০৪:১৫ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৫, ২০১৯, ০৪:১৫ পিএম

‘সিলেট আন্ডারডগ না, মধ্যম শ্রেণির দল’

‘সিলেট আন্ডারডগ না, মধ্যম শ্রেণির দল’

সপ্তাহখানেক পরই শুরু হবে বিপিএলের সপ্তম আসর। অথচ এখনো তা নিয়ে তেমন কোনো তোড়জোড় চোখে পড়ছে না অংশ নেয়া দলগুলোর। দেশি কোচ ও ক্রিকেটারদের নিয়ে মিরপুরে কয়েকটা দলের অনুশীলন শুরু হলেও, বিদেশি কোনো ক্রিকেটারই এখনো যোগ দেননি। 

দেশি ক্রিকেটারদের নিয়ে যে কয়টি দল অনুশীলন শুরু করেছে তাদের মধ্যে অন্যতম সিলেট থান্ডার্স। বৃহস্পতিবার অনুশীলন শেষে সিলেটের পরামর্শক ও উপদেষ্টা সারোয়ার ইমরান জানিয়েছেন, রনি তালুকদার, মোসাদ্দেক হোসেন সৈকত, নাইম হাসান, মোহাম্মদ মিথুনদের নিয়ে গড়া দলটি লো প্রোফাইল নয়, বরং মধ্যম শ্রেণির।  

তিনি বলেন, ‘আমি আশা রাখি যে আমাদের দল কাম ব্যাক করতে পারবে। আমাদের দল মধ্যম শ্রেণির দেখাচ্ছে। আন্ডারডগ না। এবার অনেক দলই ওইরকম শক্তিশালী হয়নি ঢাকা বাদে। এটা মাঠের খেলা। টি-টুয়েন্টি। মাঠে যে ভালো খেলবে সেই জিতবে, চ্যাম্পিয়ন হবে।’

আরও ভালো দল গড়ার চেষ্টা ছিল জানিয়ে সরোয়ার ইমরান আরও বলেন, ‘লো প্রোফাইল তো আমরা করতে চাইনি। আমরা প্রথম লটারিতে সাত তুলেছি। সেখানে আমাদের চয়েস ছিল ২-৩ টা। সেখানে আমরা দুইটা নিয়েছি। আমাদের দলে স্থানীয় যেসব খেলোয়াড়ের নাম আছে, আমার মনে হয় না সেটা লো প্রোফাইল।’ 

তিনি আরও বলেন, ‘আমরা সেরা দল গঠনের চিন্তাভাবনা করেছি। আমরা যদি একশ ভাগ ধরি, তাহলে স্থানীয় ক্রিকেটারদের ক্ষেত্রে আমরা ৭০-৭৫ ভাগ ছিলাম। এটা যেহেতু লটারির ওপর নির্ভর করে। তাই লটারিতে যেভাবে উঠেছে সেভাবে আমরা ডেকেছি। আর বিদেশি ক্রিকেটারদের মধ্যে আমি বলব রাদারফোর্ড, চার্লস এরা সবাই ভালো ক্রিকেটার।’

এমএইচবি

আরও পড়ুন