• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০১৯, ০২:৩৪ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৬, ২০১৯, ০২:৩৪ পিএম

‘মেসির বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে’

‘মেসির বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে’
ষষ্ঠ ব্যালন ডি অর পুরস্কার হাতে লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

লিওনেল মেসির ফুটবল পায়ে অবিশ্বাস্য দক্ষতা মুগ্ধ করে সবাইকেই। প্রতিপক্ষ ডিফেন্ডার কিংবা গোলরক্ষককে বোকা বানাতে যার জুড়ি নেই। তবে বয়সটা দিন দিনই বাড়ছে আর্জেন্টাইন ক্ষুদে জাদুকরের। সঙ্গে সময় ঘনিয়ে আসছে বিদায় নেয়ার। 

আর খুব বেশি দিন যে ফুটবল মাঠে দেখা যাবে না মেসিকে। তা তো সবারই জানা। তবে সেটা আরও দ্রুত করার শঙ্কা জেগেছে ষষ্ঠ ব্যালন ডি’অর জয়ের রাতে। গত সোমবার রেকর্ড ব্যালন জয়ের রাতে মেসি বলেছিলনে, ‘অবসরের সময় হয়তো চলেই এসেছে।’

তাতে অনেকেই ভাবতে শুরু করেছিলেন আর বোধ হয় বেশি দিন দেখা যাবে না মেসিকে। তবে মেসির ক্লাব সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু লুইস সুয়ারেজ জানিয়েছেন, মেসির মধ্যে অবসর নেয়ার কোনো ভাবনা এখনও আসেনি। আরও দীর্ঘদিন তিনি বার্সেলোনার হয়ে খেলে যাবেন বলেই বিশ্বাস উরুগুয়ের তারকার। তিনি বলেন, ‘মেসি সবসময়ই আমাকে অবাক করে, প্রতিবার নতুন নতুন ইতিহাস গড়ে। একজন বন্ধু ও সতীর্থ হিসেবে ওর ব্যালন ডি অর জয় আমাকেও আপ্লুত করেছে। এটা আমার জন্য অবশ্যই গর্বের বিষয়।’

এসময় মেসির বক্তব্যকে ভুল বোঝা হয়েছে জানিয়ে সুয়ারেজ আরও বলেন, ‘ওর বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। যখন কেউ ব্যালন ডি অর জেতে, তখন সে যেমন খুশি থাকে, তেমন নার্ভাসও থাকে। মেসি যেহেতু আমাদের মতোই মানুষ, তাই সেও নার্ভাস হওয়াই স্বাভাবিক। আসলে মেসি তখন বলতে চেয়েছে কয়েক বছরের মধ্যেই হয়তো অবসরের জন্য ভাবার সময় এসে যাবে।’

এমএইচবি

আরও পড়ুন