• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০১৯, ১০:৩৩ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১০, ২০১৯, ১০:৩৫ এএম

ছোট্ট মাঠে ছয় দলের অনুশীলন, বিস্মিত রংপুরের কোচ

ছোট্ট মাঠে ছয় দলের অনুশীলন, বিস্মিত রংপুরের কোচ
সংগৃহীত ছবি

ঘড়ির কাটায় আর ২৪ ঘণ্টা পেরোলেই শুরু হবে বিপিএলের সপ্তম আসরের মাঠের লড়াই। তার আগে বেশ কয়েক দিন ধরেই পুরোদমে অনুশীলন শুরু করেছে অংশ নেয়া দলগুলো। কিন্তু বিপত্তিটা অন্য জায়গায়। মিরপুর স্টেডিয়ামের পাশে ছোট্ট একাডেমি মাঠেই একসঙ্গে অনুশীলন করছে ছয় দলের ক্রিকেটাররা। 

মিরপুরের আশেপাশে অনুশীলনের তেমন সুবিধা নেই। তাই একরকম বাধ্য হয়েই একাডেমি মাঠে সকাল থেকে বিকেল অব্দি অনুশীলন করতে হচ্ছে দলগুলোকে। যাতে যেকোনো মুহূর্তেই এসে কারো কারো গায়ে লাগছে বল। যা দেখে রীতিমতো বিস্মিত রংপুর রেঞ্জার্সের কোচ মার্ক ও’ ডনেল।

সোমবার সাংবাদিকদের তিনি বলেন, ‘ছয় দল এবং আরও কিছু র্দশক এক সাথে একই সময় প্র্যাকটিস করছে। ভয় লাগছে কখন কার গায়ে বল লাগে। আমি কখনো এরকম দেখিনি। এত ছোট জায়গায় এতগুলো দল একসঙ্গে অনুশীলন করছে!’

এমএইচবি

আরও পড়ুন