• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০১৯, ০১:১৩ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১০, ২০১৯, ০১:১৫ পিএম

বিপিএলে ফিক্সিংয়ের চেষ্টা চালিয়েছেন নাসির

বিপিএলে ফিক্সিংয়ের চেষ্টা চালিয়েছেন নাসির
নাসির জামশেদ। ছবি : সংগৃহীত

অভিযোগটা পুরনো। তবে এতদিন ধরে সেটা অস্বীকার করে আসছিলেন পাকিস্তানের ওপেনার নাসির জামশেদ। খুব বেশি দিন নিজের বিরুদ্ধে সেই অভিযোগ অস্বীকার করে থাকতে পারেননি নাসির। তার বিরুদ্ধে আয়োজিত শুনানির প্রথম দিনেই ফিক্সিংয়ের অভিযোগ স্বীকার করে নিয়েছেন তিনি। 

২০১৭ সালের ফেব্রুয়ারিতে দুই যুক্তরাজ্য নাগরিকের সঙ্গে গ্রেফতার করা হয়েছিল নাসির জামশেদকে। এরপর ২০১৬ সালের পাকিস্তান সুপার লিগে ম্যাচ ফিক্সিংয়ের প্রমাণ মেলায় ২০১৮ সালের আগস্টে নাসিরকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

কিন্তু তবুও সতীর্থ খেলোয়াড়দের ঘুষ দেয়ার বিষয়টি স্বীকার না করায় শুনানিতে ডাকা হয়। তদন্ত করে জানা গিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০১৬ সালের আসরে ২টি ম্যাচ এবং একই বছর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১টি ম্যাচে ফিক্সিং করার পরিকল্পনা করেছিলেন নাসির। পিএসএলের ফিক্সিং সফলভাবে সম্পন্ন হলেও, বিপিএলে আসলে ফিক্সিং করতে পারেননি তিনি।

এমএইচবি

আরও পড়ুন