• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০১৯, ০১:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১১, ২০১৯, ০১:৫৫ পিএম

ইমরুল নয়, চট্টগ্রামের অধিনায়ক এমরিট! 

ইমরুল নয়, চট্টগ্রামের অধিনায়ক এমরিট! 
সিলেট থান্ডার্সের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের সঙ্গে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক হিসেবে টস করতে নামেন রায়াদ এমরিট। ফটো : টুইটার

আগেই জানা গিয়েছিল বঙ্গবন্ধু প্রিমিয়ার লীগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে প্রথম দুই ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারবেন না দলটির অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এমন ঘোষণাও দলটির পক্ষ থেকে দেয়া হয়েছিল, মাহমুদউল্লাহর পরিবর্তে অধিনায়কত্ব করবেন ইমরুল কায়েস। শুধু তাই নয়, প্রথম ম্যাচে মাঠে নামার আগে দলের অধিনায়ক হিসেবে গণমাধ্যমের সঙ্গে ইমরুল কথাও বলেছিলেন।

অথচ ম্যাচ শুরুর আধা ঘণ্টা আগে ইমরুল নয়; সিলেট থান্ডার্সের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের সঙ্গে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক হিসেবে টস করতে নামলেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাত্র ২ ওয়ানডে ও ৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলা রায়াদ এমরিট। এই ম্যাচে সাগর পাড়ের দলটির নেতৃত্বের ভার যে এমরিট সামলাবেন, এমন কোনো ঘোষণাও দেয়া হয়নি। 

ম্যাচের আগের দিন ইমরুল কায়েস জানিয়েছিলেন, গত মাসে কলকাতার ইডেন গার্ডেনে ভারতের বিপক্ষে দিবারাত্রির টেস্টে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন মাহমুদুল্লাহ। ওই ইনজুরি থেকে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন। তিনি বলেন, ‘মাহমুদুল্লাহকে ছাড়া একাদশ সাজানো কঠিন। আমরা তাকে দুই ম্যাচে মিস করবো। তার জায়গায় যে খেলবে, সে সুযোগ কাজে লাগানোর চেষ্টা করবে।’

ইমরুল আরও বলেছিলেন, ‘ভালো শুরুর জন্য সবাই প্রথম ম্যাচে জিততে চায়। প্রথম ম্যাচের জয় থেকে আমরা আত্মবিশ্বাসী হতে পারি। ভালোভাবে মৌসুম শুরু করতে প্রথম ম্যাচে জয়টি আমাদের জন্য অনেক প্রয়োজনীয়। সকলেই সিলেটের বিপক্ষে জয়ের জন্য মুখিয়ে আছে।’

আরআইএস 

আরও পড়ুন