• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০১৯, ০৪:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১১, ২০১৯, ০৪:৩৭ পিএম

বঙ্গবন্ধু বিপিএল উপলক্ষে বিশেষ টস কয়েন

বঙ্গবন্ধু বিপিএল উপলক্ষে বিশেষ টস কয়েন
এবারের বিপিএলে তাই টস কয়েনে নতুনত্ব আনা হয়েছে। ফটো : গাজী টিভি

সিলেট থান্ডার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর নামকরণে আয়োজিত বাংলাদেশ প্রিমিয়ার লীগের বিশেষ আসর মাঠে গড়িয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে সামনে রেখে এবারের বিপিএলে তাই টস কয়েনেও নতুনত্ব আনা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) ম্যাচ শুরুর আধা ঘণ্টা আগে দুপুর ১টায় সিলেট থান্ডার্সের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের সঙ্গে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক হিসেবে টস করতে নামেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলা রায়াদ এমরিট। সিলেট থান্ডার্সের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

টস পর্ব সম্পন্ন হওয়ার আগে বঙ্গবন্ধু বিপিএল উপলক্ষে তৈরি করা বিশেষ কয়েনটি প্রদর্শন করেন ম্যাচ রেফারি রকিবুল হাসান। কয়েনের এক পিঠে বঙ্গবন্ধু বিপিএলের লোগো এবং অপর পিঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো শোভা পাচ্ছে। তবে টসের সময়ে এই বিশেষ কয়েনের কোন পিঠকে হেড আর টেল হিসেবে গণ্য করা হচ্ছে, সেই বিষয়ে কোনো ধারণা পাওয়া যায়নি। 

আরআইএস  
 

আরও পড়ুন