• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০১৯, ০২:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৩, ২০১৯, ০২:৪৮ পিএম

গুগল অনুসন্ধানে সবার উপরে সাকিব

গুগল অনুসন্ধানে সবার উপরে সাকিব
সাকিব আল হাসান। ফাইল ফটো

গত অক্টোবরের আন্দোলন-ধর্মঘট ছাপিয়ে বাংলাদেশ এবং বিশ্ব ক্রিকেট আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সাকিব আল হাসান। এরপর ২৯ অক্টোবর জুয়াড়ি প্রস্তাব গোপনের জন্য আইসিসির দেয়া সাজার পর তাকে নিয়ে আলোচনা-সমালোচনা ছিল তুঙ্গে। 

এর ফলে গুগল অনুসন্ধানে বিশ্বসেরা অল রাউন্ডারের তথ্য সবচেয়ে বেশি খুঁজেছে ভক্ত-সমর্থকরা। তাই বাংলাদেশ থেকে গুগল অনুসন্ধানে ব্যক্তি তালিকার শীর্ষে পৌঁছান সাকিব আল হাসান। 

বাংলাদেশ থেকে ব্যক্তি ক্যাটাগরিতে গুগলের অনুসন্ধানে সবচেয়ে বেশি তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে খোঁজা হয়েছে। সাকিব ছাড়াও সেরা দশে আছেন আরও ৪ ক্রিকেটার। 

গুগল অনুসন্ধানের দ্বিতীয় স্থানে আছেন ভারতের বিপক্ষে ৮১ রানের ইনিংস খেলে পাদপ্রদীপের আলোয় আসা নাঈম শেখ।তৃতীয় স্থানে আছেন জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচজয়ী ইনিংস খেলা আফিফ হোসেন। মিঠুন ও মুশফিক আছেন যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে। 

এদিকে, বিষয়গত অনুসন্ধানে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে ক্রিকেটকে। তালিকায় শীর্ষস্থানে আছে বাংলাদেশ বনাম ভারতের ক্রিকেট।

উল্লেখ্য, প্রতি বছরই গুগল অনুসন্ধানের শীর্ষে থাকা ব্যক্তি, বিষয়সহ বিভিন্ন ক্যাটাগরির তালিকা প্রকাশ করা হয়।

আরআইএস 

আরও পড়ুন