• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০১৯, ১১:১৫ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৫, ২০১৯, ১১:১৫ এএম

কুতিনহোর হ্যাটট্রিকের ম্যাচে উড়ল বায়ার্ন 

কুতিনহোর হ্যাটট্রিকের ম্যাচে উড়ল বায়ার্ন 
হ্যাটট্রিকম্যান ফিপিপে কুতিনহোকে নিয়ে সতীর্থদের উদযাপন। ফটো : টুইটার

বুন্দেস লিগায় টানা দুই হারের ধাক্কা কাটিয়ে ব্রাজিলিয়ান ফুটবলার ফিপিপে কুতিনহোর হ্যাটট্রিকের ম্যাচে ভার্ডার ব্রেমেনকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে বড় জয়ের দেখা পেয়েছে বায়ার্ন মিউনিখ। 

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে ২৪ মিনিটে বায়ার্ন অবশ্য পিছিয়ে পড়েছিল। ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে গোলটি করেন কসোভোর মিডফিল্ডার মিলোত রাসিচা।

বিরতির ঠিক আগে ৪৫ মিনিটের মাথায় জিনাব্রির বাড়ানো বল পেয়ে সমতাসূচক গোল করেন কুতিনহো। এরপর ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে দলকে এগিয়ে দেন লেভানডস্কি। 

ম্যাচের ৬৩ মিনিটে কুতিনহো এবং ৭২ মিনিটে লেভানডস্কি গোল করলে হালি পূরণ হয় বায়ার্নের। আসরে পোলিশ এই ফরোয়ার্ডের এটি অষ্টাদশ গোল।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে এই নিয়ে ২৩ ম্যাচে ২৯ গোল করলেন লেভানডস্কি। 

এর মিনিট তিনেক পর স্কোরশিটে নাম তোলেন টমাস মুলার এবং ৭৮ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন কুতিনহো। যার সুবাদের চলতি লীগে তার গোল সংখ্যা বেড়ে হয় ৬।

১৫ ম্যাচে ৮ জয় ও ৩ ড্রতে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে উঠে এসেছে বায়ার্ন। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে রেডবুল লেইপজিগ।

আরআইএস 

আরও পড়ুন