• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২০, ০২:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১০, ২০২০, ০২:৪৫ পিএম

মুজিববর্ষে শতাধিক খেলা, ১৭৬ কোটি টাকা বরাদ্দের সুপারিশ

মুজিববর্ষে শতাধিক খেলা, ১৭৬ কোটি টাকা বরাদ্দের সুপারিশ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে সরকার বছরব্যাপী নানা কর্মসূচি আয়োজনের যে মহাপরিকল্পনা চলছে, তার মধ্যে অন্যতম আকর্ষণীয় হবে খেলাধুলা। এক বছর ক্রীড়াঙ্গন থাকবে সরব। 

মুজিববর্ষে ৫৪টি জাতীয় ইভেন্ট এবং ৪৩টি আন্তর্জাতিক ইভেন্ট থাকছে। এর বাইরেও আরও খেলা রয়েছে। অধিকাংশ ফেডারেশন, অ্যাসোসিয়েশন এবং মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থা খেলাধুলার নানা আয়োজন করবে। সরকারের কাছে প্রায় ৩০৭ কোটি টাকা বরাদ্দের জন্য আবেদন করা হয়েছিল। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গঠিত ক্রীড়া ও আন্তর্জাতিক টুর্নামেন্ট উপ-কমিটি ১৭৬ কোটি ছয় লাখ টাকা দিতে সুপারিশ করে।

সরকারের কাছে প্রায় ৩০৭ কোটি টাকা বরাদ্দের জন্য আবেদন করা হয়েছিল। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গঠিত ক্রীড়া ও আন্তর্জাতিক টুর্নামেন্ট উপ-কমিটি ১৭৬ কোটি ছয় লাখ টাকা দিতে সুপারিশ করে। 

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের জন্য ৩৮ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ চেয়েছিল বিওএ। উপ-কমিটি ২৫ কোটি টাকা সুপারিশ করেছে। ফুটবলে বঙ্গবন্ধু গোল্ডকাপের জন্য ২১ কোটির পুরোটাই সুপারিশ করা হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৪ কোটি এবং বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপের জন্য চাওয়া ১৫ কোটির পুরোটাই সুপারিশ করা হয়। ফুটবলে অর্থ খরচের জন্য মনিটরিং কমিটি করে দেয়া হবে বলে প্রতিমন্ত্রী জানান। দুটি আন্তর্জাতিক টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের জন্য কোনো বরাদ্দ চায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হকি ফেডারেশন বঙ্গবন্ধু আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য ১৩ কোটি ৪১ লাখ টাকা চেয়েছিল। তাদের জন্য আট কোটি টাকা বরাদ্দের সুপারিশ করা হয়। অন্য ডিসিপ্লিনেও বরাদ্দ কমানোর সুপারিশ করা হয়েছে।

সবচেয়ে বেশি তিনটি আন্তর্জাতিক আয়োজন থাকছে ফুটবলে। জাতির জনকের নামে তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

ক্রিকেটে থাকছে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। দুটিই হবে এশিয়া বনাম বিশ্ব একাদশের মধ্যে। ক্রিকেটের মতো দুটি করে আন্তর্জাতিক আয়োজন থাকছে দাবা, বাস্কেটবল ও কুস্তিতে। দাবা দুটি গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট আয়োজন করবে বঙ্গবন্ধুর নামে। একটি ঢাকায়, আরেকটি চট্টগ্রামে।

স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত ‘মুজিববর্ষ’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছেন। তাই খেলাধুলার সব আয়োজনই হবে আগামী বছর ১৭ মার্চ থেকে পরের বছর ১৭ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে। যে কারণে টুর্নামেন্টগুলোর বেশিরভাগেরই সময় চূড়ান্ত নয়। 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় খেলাধুলা নিয়ে সর্বশেষ যে সভা করেছে, সেখানে টুর্নামেন্টগুলোর বেশিরভাগ দিন, তারিখ বা সূচির জায়গায় ‘সুবিধাজনক’ হিসেবে দেখানো আছে। সংশ্লিষ্ট ফেডারেশন বিদেশি দলগুলোর সঙ্গে সমন্বয় করে টুর্নামেন্টের দিন-তারিখ ঠিক করবে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিয়মিত বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজন করে। আগামী বছর সেই টুর্নামেন্ট ‘মুজিববর্ষ’ উপলক্ষে জাতির জনকের নামে আয়োজন করা হবে। পাশাপাশি সাউথ এশিয়ান (সাফ) চ্যাম্পিয়নশিপও বাফুফে বঙ্গবন্ধুর নামে আয়োজন করবে। অনূর্ধ্ব-১৫ যে সাফ চ্যাম্পিয়নশিপ আছে আগামী বছর, সেটিও হবে বঙ্গবন্ধুর নামে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করবে এশিয়া এবং বিশ্ব একাদশের মধ্যে তার প্রথমটি হবে আগামী বছর ১৯ মার্চ, পরেরটি ২১ মার্চ। বাংলাদেশ হকি ফেডারেশন প্রথমবারের মতো এশিয়া অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে যাচ্ছে। আগামী বছর জুনে মওলানা ভাসানী স্টেডিয়ামে হবে ১২ জাতির এই টুর্নামেন্ট। এশিয়ার এই টুর্নামেন্ট জাতির জনকের নামে আয়োজন করতে এশিয়ান হকি ফেডারেশনের কাছ থেকে স্বত্ব কিনেছে বাংলাদেশ হকি ফেডারেশন।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন জাতির পিতার নামে আয়োজন করবে সাফ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ, বাংলাদেশ কাবাডি ফেডারেশন আগামী বছরের বিশ্বকাপের আয়োজক হওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক গাজী মোজাম্মেল হক।

বাংলাদেশ ভলিবল ফেডারেশন আগামী বছর মার্চে বঙ্গবন্ধুর নামে আয়োজন করবে আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট, রোলার স্কেটিং ফেডারেশন আয়োজন করবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক রোলবল গোল্ডকাপ, আগামী বছর ডিসেম্বরে বঙ্গবন্ধু ওপেন আন্তর্জাতিক ব্যাডমিন্টন আয়োজন করবে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন, হ্যান্ডবল ফেডারেশন জুলাইয়ে আয়োজন করবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট।

শুটিং ফেডারেশন আগামী বছর জুনে আয়োজন করবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক এয়ারগান চ্যাম্পিয়নশিপ, সাঁতার ফেডারেশন আয়োজন করবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক জুনিয়র সাঁতার প্রতিযোগিতা, আরচারি ফেডারেশনের সূচিতে আছে ২০২১ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক আরচারি চ্যাম্পিয়নশিপ।

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করবে মুজিববর্ষে। আগামী বছর সেপ্টেম্বরে হবে আন্তর্জাতিক মহিলা প্রতিযোগিতা, ডিসেম্বরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক থ্রি অন থ্রি (বিচ) বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ। দাবা ফেডারেশন আগামী বছর মার্চে ঢাকায় আয়োজন করবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার প্রতিযোগিতা এবং আরেকটি করবে জুন-জুলাইয়ে চট্টগ্রামে।

প্রিলে টেবিল টেনিস ফেডারেশন আয়োজন করবে আন্তর্জাতিক প্রতিযোগিতা, টেনিস ফেডারেশনও সুবিধাজনক সময়ে বঙ্গবন্ধুর নামে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করবে।

জিমন্যাস্টিকস ফেডারেশন, রোইং ফেডারেশন, বক্সিং ফেডারেশন, ইয়োগা অ্যাসোসিয়েশন, তায়কোয়ানদো ফেডারেশন, খো খো ফেডারেশন, কারাতে ফেডারেশন, জুডো ফেডারেশন, মার্শাল আর্ট কনফেডারেশন, ভারোত্তোলন ফেডারেশন, কিক বক্সিং অ্যাসোসিয়েশন, প্যারালিম্পিক, জুজুৎসু এসোসিয়েশন, শরীর গঠন ফেডারেশনও একটি করে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করবে বঙ্গবন্ধুর নামে। কুস্তি ফেডারেশনের সূচিতে আছে দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বঙ্গবন্ধু আন্তঃকলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ, জাতীয় ক্রীড়া পরিষদ স্পোর্টস কার্নিভাল ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন, ক্রীড়া পরিদফতর অ্যাথলেটিকস ও গ্রামীণ খেলার আয়োজন এবং অটিস্টিক শিশুদের জন্য খেলাধুলার আয়োজন করবে। যুব উন্নয়ন অধিদফতর যুব সমাবেশ ও যুব মেলা এবং বিকেএসপি ১৬টি ক্রীড়া বিভাগে প্রতিযোগিতার আয়োজন করবে।

আরআইএস 
 

আরও পড়ুন