• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২০, ০৪:০৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৫, ২০২০, ০৪:০৬ পিএম

ঘরে লুকানো ৫৩০ কেজি চাল উদ্ধার, তিন মাসের জেল

ঘরে লুকানো ৫৩০ কেজি চাল উদ্ধার, তিন মাসের জেল
সংগৃহীত ছবি

বরিশালের হিজলা উপজেলার একটি বসতঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকার ৫৩০ কেজি লুকিয়ে রাখা চাল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) হিজলা উপজেলার হরিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময়ে ভ্রাম্যমাণ আদালত ইউনুস সরদার (৩২) নামে একজনের তিন মাসের কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে।

মঙ্গলবার রাত পৌনে ১২ টায় জেলা প্রশাসনের মিডিয়া সেলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত  ইউনুস সরদার হরিনাথপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

বরিশাল জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ জানান, মঙ্গলবার হিজলা উপজেলার হরিনাথপুর গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের নেতৃত্বে ইউনুস সরদার নামক এক ব্যক্তির বসতঘরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পারিচালনা করা হয়।

সেখানে ১০ টি প্লাস্টিকের বস্তায় ৫৩০ কেজি চাল উদ্ধার করা হয়। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে ওই চাল খাদ্যবান্ধব কর্মসূচির নিশ্চিত হয় ভ্রাম্যমাণ আদালত। বেআইনিভাবে ক্রয়পূর্বক মজুত করার অপরাধে দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২ অনুযায়ী ইউনুস সরদারকে ভ্রাম্যমাণ আদালত ৩ মাসের কারাদণ্ড প্রদান করে। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

এসএমএম

আরও পড়ুন