• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২০, ০৯:২২ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৬, ২০২০, ০৯:২২ পিএম

চট্টগ্রামে করোনা আক্রান্ত ২৮ রোগীই শঙ্কামুক্ত

চট্টগ্রামে করোনা আক্রান্ত ২৮ রোগীই  শঙ্কামুক্ত
ফাইল ছবি

চট্টগ্রামে করোনা আক্রান্ত ২৮ রোগীই এখন শঙ্কামুক্ত। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২ জন রোগী। তাদের মধ্যে চারজন মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৮ জন। এই ২৮ রোগীই এখন শঙ্কামুক্ত

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।

তিনি জানান, করোনায় আক্রান্ত ২৮ জনের অবস্থা এখন শঙ্কামুক্ত। তাদের কারও আইসিইউ ও অক্সিজেনের সাপোর্ট লাগছে না। তারা ভালো আছেন।

সিভিল সার্জন আরও জানান, ২৮ জন রোগীর মধ্যে বিআইটিআইডিতে ৪ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৫ জন ও অন্যরা নিজ বাসা থেকে চিকিৎসাসেবা নিচ্ছেন।

আশার কথা হচ্ছে এই ২৮ জনই করোনার সাথে লড়াই করে সুস্থ হয়ে উঠছেন।

এসএমএম

আরও পড়ুন