• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১২, ২০২০, ০৪:০৬ পিএম
সর্বশেষ আপডেট : মে ১২, ২০২০, ০৪:০৬ পিএম

গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের ভাংচুর, আহত ২০

গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের ভাংচুর, আহত ২০
সংগৃহীত ছবি

গাজীপুরের বিভিন্ন স্থানে মঙ্গলবারও বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ ও কারখানা ভাঙচুর করেছে শ্রমিকরা। এতে আহত হয়েছে প্রায় ২০ জন শ্রমিক।

শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা এলাকায় মোয়াজ উদ্দিন ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা শতভাগ বেতনের দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে। পরে মালিক পক্ষের লোকজনদের সাথে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারধর চলে।

একপর্যায়ে, শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে কারখানার ভেতরে ও বাহিরে ব্যাপক ভাঙচুর চালায়। এতে করে কারখানার সিকিউরিটি রুম ও কম্পিউটারের সার্ভার স্টেশন ভাঙচুর করে। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রমিকদের অভিযোগে, কারখানা কর্তৃপক্ষ যারা কাজ করেছে এবং যারা কাজ করেনি তাদেরকে একই পরিমাণে বেতন পরিশোধ করেছে। সারা মাস কাজ করা শ্রমিকদের শতভাগ বেতন দেয়ার কথা থাকলেও বেতনে বৈষম্য থাকায় শ্রমিকরা আন্দোলন শুরু করে।

কারখানার প্রধান সমন্বয়ক হুমায়ুন কবীর শ্রমিকদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।

শ্রীপুরে কালার ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা ছাটাই বন্ধ করা ও শতভাগ বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করেছে।

এসএমএম

আরও পড়ুন