• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৯, ২০২০, ০৮:৫০ পিএম
সর্বশেষ আপডেট : মে ৯, ২০২০, ০৮:৫০ পিএম

কুর্মিটোলায় ভর্তির পর অতিরিক্ত সচিবের মৃত্যু

কুর্মিটোলায় ভর্তির পর অতিরিক্ত সচিবের মৃত্যু
খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গৌতম আইচ সরকার ● ফাইল ছবি

চিকিৎসার জন্য একাধিক হাসপাতাল ঘুরে কোনও সহায়তা পাননি খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গৌতম আইচ সরকার। শনিবার দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। 

শনিবার (৯ মে) কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমদ বলেন, দুপুরে কিডনিজনিত জটিলতায় মারা যান গৌতম আইচ সরকার। 

গৌতম আইচ সরকারের মেয়ে ডা. সুস্মিতা আইচ গণমাধ্যমের কাছে অভিযোগ করেছেন, শ্বাসকষ্ট থাকায় তারা বাবাকে কোনও হাসপাতাল ভর্তি নেয়নি। দ্বারে দ্বারে ঘুরে কোনও সহায়তা পাননি। 

তিনি বলেন, অনেক হাসপাতাল ঘুরে বৃহস্পতিবার (৭ মে) কোভিড-১৯ রোগীদের জন্য নির্দিষ্ট কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় বাবাকে। সেখানে শনিবার মারা যান তিনি। 

যে ৩৩৩ হটলাইন নম্বর থেকে সরকার স্বাস্থ্য সেবা দিচ্ছে, সেখানে দায়িত্ব পালন করছেন গৌতম আইচের মেয়ে ডা. সুম্মিতা।

এসএমএম

আরও পড়ুন