ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী হত্যায় ৩ জনের যাবজ্জীবন

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৪, ২০১৯, ০৩:৪৪ পিএম ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী হত্যায় ৩ জনের যাবজ্জীবন

খুলনা মহানগরীর সাউথ সেন্ট্রাল সড়কের সেতু ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী ইউনুস আলী হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেকে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়। 
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে খুলনা মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রোজিনা আক্তার এ রায়  দেন। ২০১১ সালের ১৩ জনু এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলেন-  মো. সোহেল শেখ, শেখ রুবায়েত হোসেন ওরফে রুবেল ও মো. সাব্বির হোসেন তপু। এছাড়া আলামত ধ্বংসের অভিযোগে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে রানা কবির, হাফিজুর রহমান ও পঙ্কজ শীলকে। এসময় রানা কবির আদালতে উপস্থিত ছিলেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সাব্বির আহমেদ সাংবাদিকদের বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের খুলনা সদর থানার সাউথ সেন্ট্রাল সড়কের সেতু ডায়াগনস্টিকে রাতে ব্যবস্থাপক ইউনুস আলীকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময়ে তারা এক লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় হত্যাকাণ্ডের শিকার ইউনুসের পিতা মো. আমজাদ হোসেন বাদী হয়ে খুলনা থানায় মামলা দায়ের করেন।

কেএসটি

আরও সংবাদ