বাজারে উঠছে দেশি নতুন পেঁয়াজ

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৭, ২০১৯, ০৬:২০ পিএম বাজারে উঠছে দেশি নতুন পেঁয়াজ

রাজধানীর বাজারে আসতে শুরু করেছে নতুন দেশি পেঁয়াজ। এই মুড়িকাটা পেঁয়াজ পাইকারিতে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬০ টাকা। একই সঙ্গে দাম কমতে শুরু করেছে পুরানো দেশি পেঁয়াজেরও। কেজিতে কমেছে ২০ থেকে ২৫ টাকা। পেঁয়াজ আমদানি আর ভোক্তাদের কম কেনার মানসিকতার জন্য দাম কমছে বলে জানান বিক্রেতারা।

অস্থির পেঁয়াজের বাজারে রাজধানীর শ্যামবাজারের আড়তে এসেছে দেশি মুড়িকাটা পেঁয়াজ। শ্যামবাজারে নতুন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। পুরানটা ২০০ টাকা। কারওয়ান বাজারে পাইকারিতে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২১৫ থেকে ২২০ টাকায়।

শনিবার (১৬ নভেম্বর) ছিল ২৩৫ টাকা। মিয়ানমারের পেঁয়াজ ২১০ এবং মিসরীয় পেঁয়াজ ১৯০ টাকা। এটি সরকারের অভিযান আর পেঁয়াজ সরবরাহের প্রভাব বলছে বিক্রেতারা। সেই সঙ্গে ভোক্তাদের কম কেনার মানসিকতায়ও দাম কমছে পেঁয়াজের।

পেঁয়াজের দাম এখনও নাগালে না আসায় অসন্তোষ ক্রেতাদের মাঝে। তদারকি আরও জোরদার করার তাগিদ তাদের। কিন্তু পাইকারিতে পেঁয়াজের দাম কমতে শুরু করলেও এখনও প্রভাব নেই খুচরা বাজারে।

এসএমএম

আরও সংবাদ