ডিজিটাল নিরাপত্তা আইন

৪টি ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২০, ০৫:৫৬ পিএম ৪টি ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

ডিজিটাল নিরাপত্তা আইনের ৪টি ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সাংবাদিক ও অধ্যাপকসহ মোট ৮ জন এই রিট করেন।

রিটকারীদের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির এই আবেদন করেন।

গণমাধ্যমকে শিশির মনির জানান, আইনটির ৪৬ ধারা মত প্রকাশের স্বাধীনতা খর্ব করে বলে এ রিট আবেদন করা হয়েছে।

এমএ/এসএমএম

আরও সংবাদ