• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২০, ১২:১৪ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৯, ২০২০, ০১:০০ পিএম

প্রথম আলো সম্পাদকসহ ৫ জনের আগাম জামিন আবেদন

প্রথম আলো সম্পাদকসহ ৫ জনের আগাম জামিন আবেদন
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আগাম জামিন আবেদন করেছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও কিশোর আলো সম্পাদক আনিসুল হকসহ ৫ জন। রোববার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় আগাম জামিনের এই আবেদন করেন তারা।

আবেদন করা অন্য ৩ জন হলেন- শাহ পরান তুষার, মহিতুল আলম পাভেল ও কবির বকুল।

রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ‌্যান্ড কলেজের শিক্ষার্থী নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির আদেশ দেন নিম্ন আদালত। এর পরিপ্রেক্ষিতে তারা উচ্চ আদালতে জামিন আবেদন করেছেন।

জ্যেষ্ঠ আইনজীবী এম আমির উল ইসলাম আসামিদের পক্ষে শুনানি করবেন। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বধীন হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানা গেছে।

গত ১৬ জানুয়ারি ঢাকার অতিরিক্ত মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলামের আদালত মতিউর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। পরোয়ানা জারির আদেশ হওয়া অপর আসামিরা হলেন- আনিসুল হক, কবির বকুল, শুভাশিষ প্রামাণিক শুভ, মহিতুল আলম পাভেল, শাহপরান তুষার, জসিম উদ্দিন অপু, মোশারফ হোসেন, সুজন ও কামরুল হায়দার। গত ৬ নভেম্বর আবরারের মৃত্যুর ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা করেন তার বাবা।

এমএ/একেএস