• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২০, ০১:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৯, ২০২০, ০১:৫৫ পিএম

ই-কোর্ট রুম স্থাপনে হাইকোর্টের রুল

ই-কোর্ট রুম স্থাপনে হাইকোর্টের রুল

সারাদেশের সব আদালতকে ই-কোর্ট রুম করতে কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ই-জুডিশিয়ারি স্থাপনে কেন নির্দেশ দেয়া হবে না- তাও জানতে চেয়েছেন আদালত।

রোববার (১৯ জানুয়ারি) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া। গত ১১ ডিসস্বর ই-জুডিশিয়ারি স্থাপনের নির্দেশনা চেয়ে এ আইনজীবী হাইকোর্টে রিট করেন।

আদেশে ই-জুডিশিয়ারি স্থাপনের বিষয়ে আগামী ৯০ দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। আইন সচিবসহ সংশ্লিষ্ট ৯ জনকে ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গণমাধ্যমকে ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, বিচার কাজ দ্রুত সম্পন্ন ও বিচার প্রার্থীদের ভোগান্তি দূর করাসহ সংবিধানের ৩১,৩২ এবং ৩৫ এর (৩) অনুচ্ছেদের চেতনার সঙ্গে বিদ্যমান বিচার ব্যবস্থা সাংর্ঘষিক বিধায় এ রিট করি।

এমএ/একেএস