নানা ছুঁতোয় ঢাকায় ঢুকছে ও বেরুচ্ছে মানুষ

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ১৫, ২০২০, ০২:৫৩ পিএম নানা ছুঁতোয় ঢাকায় ঢুকছে ও বেরুচ্ছে মানুষ
সংগৃহীত ছবি

অন্যান্য সাধারণ ছুটির মতোই শুক্রবার (১৫ মে) যানবাহন চলছে ঢাকায়।

ঈদের আগে লকডাউন কিছুটা শিথিল হওয়ায় ঢাকার রাস্তায় বেড়েছে যানবাহন। সরকারি ঘোষণা অনুযায়ী জরুরি সেবা ছাড়া অন্যসব গণপরিবহন বন্ধ রয়েছে।

গণপরিবহন ছাড়া অন্য কোনও যানবাহনে তেমন কোনও বিধিনিষেধ নেই। তবে ঢাকা প্রবেশের চেয়ে ঢাকা থেকে বের হওয়া মানুষের সংখ্যাই বেশি।

সীমিত পরিসরে মার্কেট খোলা থাকায় ছুটির দিনে কেউ কেউ বের হচ্ছেন ঈদ কেনাকাটায়।

উবার, পাঠাও, মাইক্রোবাস, প্রাইভেট কার, সিএনজি ও ট্রাকে করে কয়েকগুণ বেশি ভাড়ায় ভেঙে ভেঙে ঢাকা ছাড়ছে মানুষ।

পুলিশের দাবি, নানা অজুহাতে মানুষ ঢাকায় ঢুকছে ও বেরুচ্ছে।

আগের মতো আইন-শৃঙ্খলাবাহিনীর টহল ও কড়াকড়ি অবস্থাও দেখা যায়নি ঢাকার রাস্তায়।

এসএমএম

আরও সংবাদ