ড্রাফটে ছিলেন না শোয়েব, অথচ তিনিই এখন বিপিএলে অধিনায়ক

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৯, ০৫:৩১ পিএম ড্রাফটে ছিলেন না শোয়েব, অথচ তিনিই এখন বিপিএলে অধিনায়ক
শোয়েব মালিক। ফাইল ছবি

শুরুতে প্লেয়ার্স ড্রাফটের তালিকায় ছিল তার নাম। কিন্তু রোববার ড্রাফট শুরুর আগে বিসিবি পরিচালক মাহবুব আনাম জানান, শোয়েব মালিক থাকছেন না সেখানে। তার পরিবর্তে অন্তর্ভুক্ত করা হয় ইংল্যান্ডের ক্রিকেটার রবিন দাসকে। 

তবে ড্রাফট থেকে সরিয়ে নেওয়া শোয়েব মালিক বিপিএলের অংশই হচ্ছেন না কেবল, পাচ্ছেন অধিনায়কত্বও। রাজশাহী রয়্যালসের ফেসবুক পেইজ তেমনটিই জানিয়েছে দুইটি পৃথক পোস্ট দিয়ে।

প্রথমে একটি গ্রাফিকাল পোস্ট দিয়ে রাজশাহী রয়্যালস জানতে চায় সমর্থকদের অনুমান। যেখানে পোস্টে উল্লেখ করা হয় ৯১২০ রান ও ১৪২ উইকেটের কথা।

পরে অবশ্য পৃথক এক পোস্টে তারা জানিয়ে দেয় ক্রিকেটারটির নাম শোয়েব মালিক। শুধু তাইই নয়, শোয়েব মালিক তাদের অধিনায়ক হবেন এমনটাও জানানো হয়।

উল্লেখ্য, প্রতিটি দলই ড্রাফটের বাইরে থেকে দুইজন বিদেশি ক্রিকেটারকে দলে অন্তর্ভূক্ত করতে পারবে।

রাজশাহী রয়্যালসঃ লিটন দাস , আফিফ হোসেন ধ্রুব, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা, রবি বোপারা, হযরতউল্লাহ জাজাই, তাইজুল ইসলাম, অলক কাপালি, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ইরফান, মিনহাজুল আবেদিন আফ্রিদি, নাহিদুল ইসলাম, শোয়েব মালিক।

এমএইচবি

আরও সংবাদ