• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০১৯, ০৩:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৮, ২০১৯, ০৩:৫৬ পিএম

শিশু গৃহকর্মীর পর এবার সতীর্থ ক্রিকেটারের গায়ে হাত তুললেন রাজীব

শিশু গৃহকর্মীর পর এবার সতীর্থ ক্রিকেটারের গায়ে হাত তুললেন রাজীব
শাহাদাত হোসেন রাজীব। ছবি : সংগৃহীত

শাহাদাত হোসেন রাজীব একটা সময় ছিলেন জাতীয় দলের পেস কাণ্ডারি। তবে এখন আর তার আশেপাশেও নেই তিনি। তবুও নানা সময়েই আলোচনায় থাকেন এই পেসার। দেড় বছর আগে বাড়ীর শিশু গৃহকর্মীর গায়ে হাত তুলে আলোচনায় এসেছিলেন তিনি। 

এবার আরও বড় কাণ্ড ঘটিয়েছেন রাজীব। মাঠেই হাত তুলেছেন সতীর্থ ক্রিকেটারের উপর।  জাতীয় লীগের ম্যাচে খুলনা বিভাগের বিপক্ষে রোববার ফিল্ডিংয়ের সময় সতীর্থ ক্রিকেটার আরাফাত সানির (জুনিয়র) গায়ে হাত তুলে রীতিমতো লঙ্কাকাণ্ড বাঁধিয়েছেন রাজিব।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফিল্ডিংয়ের সময় প্রথমে রাজিব ও আরাফাত সানির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে ছুটে গিয়ে আরাফাত সানিকে চড় থাপ্পর মারতে থাকেন রাজিব। এমনকি লাথিও নাকি মারেন। এ ব্যাপারে বিসিবিতে রিপোর্ট জমা দিয়েছেন ওই ম্যাচের রেফারি শিপা।

জানা গেছে, আরাফাত সানিকে প্রথমে বলের উজ্জ্বলতা ধরে রাখতে ঘষতে বলেন রাজীব। কিন্তু তাতে অস্বীকৃতি জানান সানি। তাতেই ক্ষিপ্ত হয়ে সানির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন রাজীব। এক পর্যায়ে শুরু করেন মারধর। 

এমএইচবি

আরও পড়ুন