খেলোয়াড় হিসেবে বলতে পারি না তিনদিনেই ম্যাচ হারবো: মুমিনুল

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৯, ০৭:৫৬ পিএম খেলোয়াড় হিসেবে বলতে পারি না তিনদিনেই ম্যাচ হারবো: মুমিনুল
সংবাদ সম্মেলনে মুমিনুল হক। ছবি : বিসিবি

বিরাট কোহলি ও মুমিনুল দুই জনের মধ্যেই মাঠ ও বাইরের আচরণে বিস্তর পার্থক্য বিদ্যমান। মাঠে আগ্রাসী বিরাট কোহলি সংবাদ সম্মেলনে এলেই কেমন বদলে যান। ঝাপি খুলে দেন কথার, প্রশ্নের জবাব দেন ঠিকঠাক। মুমিনুল এখনো পর্যন্ত তার বিপরীত। 

মাঠ ও মাঠের বাইরে দুই জায়গাতেই এমনিতে বেশ শান্ত স্বভাবের বাংলাদেশের নতুন টেস্ট অধিনায়ক। কিন্তু সংবাদ সম্মেলনে এলেই কেমন যেন অস্থির হয়ে যান। ইন্দোরে টেস্ট হেরে তো ব্যাটিং ব্যর্থতার দায় তুলে দিয়েছিলেন সাংবাদিকদেরই কাঁধে। মাত্র দুই টেস্টেরই তো অভিজ্ঞতা, সময়ের সঙ্গে মুমিনুলও নিশ্চয়ই আরও বদলাবেন। 

তবে তার আগেই তাকে পড়তে হচ্ছে আরও বড় চ্যালেঞ্জের সামনে। তিন দিনেই ইনিংস ব্যবধানে হারের পর এখন নিতে হচ্ছে গোলাপি বলে টেস্ট খেলার প্রস্তুতি। তাও শেষ, শুক্রবার থেকেই ভারতের বিপক্ষে শুরু বহুল আলোচিত ইডেন টেস্ট। বিশ্বের এক নম্বর দলের বিপক্ষেই গোলাপি বলে অভিষেক নিয়ে কী ভাবছেন মুমিনুল? ‘বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং আবার মজারও।’

কোহলির মতো এই টেস্টে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলতে না পারার আক্ষেপ আছে বাংলাদেশ অধিনায়কের কণ্ঠেও, ‘দিবা-রাত্রির টেস্টের আগে একটা প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে আমাদের জন্য ভালো হতো। তবে এ নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। যে প্রস্তুতি নিয়েছি সেটাই ঠিকঠাক প্রয়োগ করার দিকে মন দিচ্ছি।’

আরও একটা অস্বস্তিও আছে বাংলাদেশের। তিন দিনেই টেস্ট শেষ হয়ে যাওয়ার শঙ্কা। এমন প্রশ্ন উঠতেই মুমিনুলের জবাব, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি বলতে পারি না খেলা তিন দিনে শেষ হবে! ঘাস থাকলেই যে খেলা তিন দিনে শেষ হবে এমন কোনো কথা নেই। হয়তো ঘাস থাকার পরও শক্ত উইকেটের জন্য বল ভালোভাবে ব্যাটে আসতে পারে। কিউরেটর স্পোর্টিং উইকেটের কথা বলেছেন। আমার মনের হয় স্পোর্টিং উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো।’

এমএইচবি

আরও সংবাদ