• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১১, ২০১৯, ০৫:১৬ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১১, ২০১৯, ০৫:১৬ পিএম

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সেমিফাইনাল দেখতে এজবাস্টনে ট্রাম্প-কিম! 

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সেমিফাইনাল দেখতে এজবাস্টনে ট্রাম্প-কিম! 
অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ম্যাচে ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন মুখোশ পরে গ্যালারিতে দুই দর্শক। ফটো : রয়টার্স

এজবাস্টনে ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে এখন লড়ছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের খেলা মাঠে দেখতে এখন গ্যালারিতে উপস্থিত আছেন আন্তর্জাতিক রাজনীতিতে টম অ্যান্ড জেরি খেলায় মেতে ওঠা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন! 

বিষয়টি জানার পর নিশ্চয়ই মনে প্রশ্ন জাগতে পারে যে, দুই পারমাণবিক শক্তিধর দেশে ক্রিকেটের প্রচলন যেখানে নেই বললেই চলে (যদিও যুক্তরাষ্ট্র সম্প্রতি ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে এবং প্রসার হতে কেবলমাত্র শুরু করেছে)। 

ট্রাম্প-কিমের কেউই বিন্দুমাত্র ক্রিকেট জ্ঞান রাখেন, এমন কোনো তথ্যও পাওয়া যায়নি। তাহলে এই দুই রাষ্ট্রপ্রধান কীভাবে ক্রিকেট দেখতে হাজির হলেন?

মূল ঘটনা হলো ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন মুখোশ পরে খেলা দেখতে এসেছেন দুই দর্শক। ফটোগ্রাফারদের তোলা ছবি ইতোমধ্যে বিশ্বের নানা প্রান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গণমাধ্যমগুলোতে বিষয়টি নিয়ে ফলাও করে খবর প্রচার করা হচ্ছে। যদিও এই দুই দর্শকের এমন অদ্ভুত কাণ্ডের কারণ ও তাদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

আরআইএস 
 

আরও পড়ুন