• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৮, ২০১৯, ০৩:০৬ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৮, ২০১৯, ০৩:০৬ পিএম

বিশ্বকাপ বাছাইপর্ব  

কোপা আমেরিকার কারণেই গ্রুপের শীর্ষে বাংলাদেশ!

কোপা আমেরিকার কারণেই গ্রুপের শীর্ষে বাংলাদেশ!
বাংলাদেশ ফুটবল দল - ফাইল ফটো

গতকাল বুধবার (১৭ জুলাই) মালেয়শিয়ার রাজধানী কুয়ালালামপুরে হয়ে গেল ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বের এশিয়ান অঞ্চলের ড্র। লটারির মাধ্যমে বাংলাদেশের জায়গা হয়েছে গ্রুপ ই’তে। লাল-সবুজের প্রতিনিধিদের গ্রুপের বাকি ৪ প্রতিপক্ষ ভারত, আফগানিস্তান, ওমান ও কাতার। 

প্রাথমিক বাছাইপর্ব খেলে দ্বিতীয় রাউন্ডে ওঠায়, গ্রুপের সবার শেষে থাকার কথা ছিল বাংলাদেশের নাম। কিন্তু ড্র অনুষ্ঠান শেষে দেখা যায় পট-১ এ থেকে গ্রুপ ই-তে জায়গা পাওয়া কাতার নয়, গ্রুপের শীর্ষে বাংলাদেশের নাম। ফুটবল সমর্থকদের মধ্যে এ নিয়ে কৌতূহল সৃষ্টি হলে খবর নিয়ে জানা যায়, কাতারের অনুরোধেই বাংলাদেশকে রাখা হয়েছে গ্রুপের শীর্ষে।

মূলত এবারের মতো আগামী কোপা আমেরিকায়ও অংশ নিতে যাচ্ছে কাতার। আর্জেন্টিনা-কলম্বিয়ায় কোপার ৪৭তম আসর চলবে ১২ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত। এ সময় আবার বিশ্বকাপ বাছাইয়ের কিছু ম্যাচ আছে। কিন্তু গ্রুপের ৫ নম্বর দলের খেলা শেষ হয়ে যাবে ১০ জুনের মধ্যে। তাই দুই টুর্নামেন্টের সূচির সংঘর্ষ এড়াতেই কাতার সকলকে অনুরোধ জানায়, তারা যেই গ্রুপেই পড়ুক না কেন; তাদের যেন গ্রুপের শেষে রাখা হয়।  

এসএইচএস 
 

আরও পড়ুন