• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৮, ২০১৯, ০৯:০০ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৮, ২০১৯, ০৯:০৩ পিএম

ক্যান্সারকে বুড়ো আঙুল দেখালেন চ্যাপেল, ধারাভাষ্য দেবেন অ্যাশেজে

ক্যান্সারকে বুড়ো আঙুল দেখালেন চ্যাপেল, ধারাভাষ্য দেবেন অ্যাশেজে
অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ইয়ান চ্যাপেল - ছবি : ইন্টারনেট

ত্বকের ক্যান্সারে ভুগছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) তিনি নিজেই জানান এ কথা জানান। এসময় আগামী মাস থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজে তিনি ধারাভাষ্য দেবেন বলেও নিশ্চিত করেন।  

অস্ত্রেলিয়ার বিখ্যাত এই ক্রিকেটারের পাঁচ সপ্তাহের কেমোথেরাপি প্রক্রিয়া শেষ হয়েছে। আগের চেয়ে এখন অনেক ভালো আছেন তিনি। অজিদের হয়ে ৭৫টি টেস্ট খেলা চ্যাপেল বলেন, ‘বয়স ৭০ হলেই শরীর ভাঙতে শুরু করে। কিন্তু এই ক্যান্সারের সঙ্গে লড়তে লড়তে আমি এখন এই যুদ্ধে পারদর্শী হয়ে উঠেছি।’

কিছুদিন আগে ভাই গ্রেগ ও ট্রেভরের সঙ্গে এক পারিবারিক অনুষ্ঠানেও দেখা যায় ইয়ানকে। সেখানে বেশ সুস্থই দেখা যায় তাকে। ক্যান্সারের বিরুদ্ধে লড়াই শেষ তিনি বলেছেন, ‘বহুবার বিভিন্ন প্রক্রিয়ায় আমার শরীর থেকে ক্যান্সার সেল বাদ দেয়া হয়েছে। মাঝেমধ্যে আমার মৃত্যু সন্নিকটে বলেও মনে হতো আমার। কিন্তু সেই সময়ে আমার মা আমায় সাহস জুগিয়েছেন।’ 

ইয়ান চ্যাপেল রোগের শুরুতে বিষয়টি সবাইকে জানায়নি। ধীরে ধীরে পরিবার আর বন্ধুবান্ধবকে এই বিষয়ে জানান তিনি। প্রায় সুস্থ হয়ে ইয়ান চ্যাপেলের আত্মবিশ্বাসী বক্তব্য, ‘অনেক ছুটি হয়েছে।  এ বার আমি কোনোদিকে না তাকিয়ে কাজ শুরু করে দিতে চাই।’ 

সূত্র : আনন্দবাজার

এসএইচএস 

আরও পড়ুন