• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২২, ২০১৯, ০৫:১৬ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২২, ২০১৯, ০৫:২৯ পিএম

মরগানের বিপিএলে খেলা নিয়ে ধূম্রজাল

মরগানের বিপিএলে খেলা নিয়ে ধূম্রজাল
ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগান। ফটো : টুইটার

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) সপ্তম আসরে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগান ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলবেন- এমন খবর বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে ঢাকা ডাইনামাইটস তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এমন একটি স্ট্যাটাস দিয়েছে, যাতে করে বিপিএলে মরগানের খেলা নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে।   

সোমবার (২২ জুলাই) ঢাকা ডায়নামাইটসের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান ও ঢাকা ডায়নামাইটসের মধ্যকার সাম্প্রতিক খবরের বিষয়ে আমরা যা জানাতে চাই, তা হলো এখনো ২০১৯ সালের বাংলাদেশ প্রিমিয়ার লীগে মরগানের ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলার ব্যাপারে কোনো চুক্তি সম্পন্ন হয়নি। 

‘ঢাকার পক্ষ থেকে গত কয়েক মাস ধরেই মরগানের প্রতিনিধির সঙ্গে কথাবার্তা চলছে। এর আগে দুই পক্ষ থেকেই চুক্তির ব্যাপারে চূড়ান্ত কথা হয়েছিল যে, বিশ্বকাপ ক্রিকেটের পরপরই চূড়ান্ত আনুষ্ঠানিকতা সেরে ফেলা হবে। আমরা এখনও আশাবাদী যে সামনের সপ্তাহে হয়তো চুক্তি সম্পন্ন করতে পারবো। তবে এক্ষেত্রে মরগানের অন্যান্য সূচি এবং পরিকল্পনার ব্যাপারে চূড়ান্ত ধারণা নিয়েই আমরা আনুষ্ঠানিক ঘোষণা দেবো।’

এর আগে ইংল্যান্ডকে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতানো মরগানকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ডায়নামাইটস কর্তৃপক্ষ। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে ঢাকা ডায়নামাইটসের প্রধান নির্বাহী ওবাইদ নিজাম বলেছিলেন, ‘আমরা মরগানকে পুরো টুর্নামেন্টে পাওয়ার ব্যাপারে আশাবাদী।’ 

আরআইএস 

আরও পড়ুন