• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২২, ২০১৯, ০৭:১৪ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২২, ২০১৯, ০৭:১৪ পিএম

‘এ’ দলের বাজে হারের কোনো ব্যাখ্যা নেই বাশারের কাছে

‘এ’ দলের বাজে হারের কোনো ব্যাখ্যা নেই বাশারের কাছে
নির্বাচক হাবিবুল বাশার সুমন - ছবি : ইন্টারনেট

বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। বিশ্বকাপ ক্রিকেটে হতাশাজনক পারফরম্যান্সের ছায়া পড়েছে ‘এ’ দলের ওপরেও। আফগানিস্তানের ‘এ’ দলের কাছে একের পর এক হার তারই জানান দেয়। 

অনানুষ্ঠানিক চার দিনের ১টি টেস্ট ও ৫টি ওয়ানডে ম্যাচ খেলতে এখন বাংলাদেশে অবস্থান করছে আফগানিস্তানের যুব দল। এরইমধ্যে হয়ে যাওয়া ৩টি ম্যাচের ৩টিতেই টাইগারদের সহজে হারিয়েছে তারা। প্রথম ২ ওয়ানডে জিতে এখন সিরিজ জয়ের পথেও আফগান যুবারা। যা চিন্তায় ভাজ ফেলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের উপর। 

ঘরের মাঠে আফগানিস্তানের মতো দলের বিপক্ষে এরকম ফলাফল, হতাশ হওয়াটাই স্বাভাবিক। আর দলের এরকম বাজে পারফরম্যান্সের সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই বলে জানালেন নির্বাচক হাবিবুল বাশার, ‘আফগানিস্তান প্রত্যাশার চেয়েও ভালো খেলছে। তবে এরকম হেরে চলাটা বিব্রতকর। দুশ্চিন্তারও। যদিও ওরা ভালো দল। তারা ভালো ক্রিকেট খেলছে। আমাদের দলে যারা আছে তারাও ভালো ক্রিকেট খেলে আসছে। কিন্তু কেন যে এমন হচ্ছে, এটার ব্যাখ্যা দেয়া মুশকিল।’

এসএইচএস 

আরও পড়ুন