• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৩, ২০১৯, ০৩:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৩, ২০১৯, ০৩:৩৮ পিএম

ট্রেবল জয়ের সামনে দাঁড়িয়ে রোনালদো 

ট্রেবল জয়ের সামনে দাঁড়িয়ে রোনালদো 
ক্রিশ্চিয়ানো রোনালদো। ফটো : মার্কা

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে ২০১৯-২০ মৌসুমে নিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই গোলের দেখা পেয়েছেন জুভেন্টাসের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। 

গত মৌসুমে তুরিনের বুড়িদের হয়ে এই পর্তুগিজ ফুটবলার নিজে ২৮টি গোল করার পাশাপাশি ১০টি গোলে ভূমিকা রেখে সিরি ‘এ’র বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন।

শুধু তাই নয়, গত মৌসুমে জুভেন্টাসের হয়ে সিআর সেভেন সিরি ‘এ’, সুপারকোপা ইতালিয়ানা এবং জাতীয় দলের হয়ে উয়েফা নেশন্স লীগে শিরোপা জয়ের স্বাদও পেয়েছেন। 

অপরদিকে, চ্যাম্পিয়ন্স লীগে খেলোয়াড় হিসেবে সবমিলিয়ে ১০০তম জয় এবং ১২৫টি গোলের দেখাও পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক এই ফুটবলার।

তাই ব্যক্তিগত ও দলগত সাফল্যের বিবেচনায় বলাই যায়, বর্তমান ফর্ম ধরে রাখতে পারলেই এবারের মৌসুমে ব্যালন ডি অর, ফিফার বর্ষসেরা এবং উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার রোনালদো অবধারিতভাবেই পেতে চলেছেন।

আরআইএস   

আরও পড়ুন