• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৫, ২০১৯, ০১:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৫, ২০১৯, ০১:৫৩ পিএম

নতুন স্পন্সর পেল ভারত

নতুন স্পন্সর পেল ভারত
ফাইল ফটো

বিশ্বকাপের পরেই জানা যাচ্ছিল, পাল্টে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের স্পনসর। দ্রুত সেই ঘোষণা দিয়েও দিল বিসিসিআই। তারা জানিয়েছে, আগামী সেপ্টেম্বর থেকে ওপ্পো নয়; ভারতের জার্সিতে দেখা যাবে বেঙ্গালুরুর একটি শিক্ষা প্রযুক্তি কোম্পানি বাইজুর নাম। 

চীনা কোম্পানি ওপ্পোর সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি হয়েছিল ৫ বছরের জন্য। কিন্তু সেই চুক্তি ভেঙে গেছে। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেই তাই শেষবারের মতো ওপ্পোর নাম দেখা যাবে ভারতের জার্সিতে। ওপ্পো জানিয়েছে, ২০১৭ সালে তারা যে দামে এই স্পনসরশিপ কিনেছিল, তা যথেষ্ট বেশি। সেই জন্যেই এই চুক্তি ভেঙে যাচ্ছে। 

প্রসঙ্গত, দ্বিপাক্ষিক সিরিজে ওপ্পো বিসিসিআইকে ৪ কোটি ৬১ লক্ষ টাকা দিত এবং আইসিসির টুর্নামেন্টে দিত ১ কোটি ৫৬ লক্ষ টাকা। এর আগে ভারতীয় দলের জার্সির স্পনসর ছিল স্টার। তারা দ্বিপাক্ষিক সিরিজে দিত প্রায় ২ কোটি টাকা এবং আইসিসির টুর্নামেন্টে দিত ৬১ লক্ষ টাকা। ভারতীয় বোর্ডের সঙ্গে বাইজুর কত টাকার চুক্তি হয়েছে, তা এখনও জানা যায়নি।

সেপ্টেম্বরে ভারতের সঙ্গে দক্ষিণ আফ্রিকার সিরিজ। সেই সিরিজেই বিরাট কোহালিদের জার্সিতে দেখা যাবে বাইজুর নাম। 

এসএইচএস 

আরও পড়ুন