• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৯, ২০১৯, ০৮:৪০ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৯, ২০১৯, ০৮:৪০ পিএম

আগামী বিপিএল খেলবে না চিটাগং-সিলেট!   

আগামী বিপিএল খেলবে না চিটাগং-সিলেট!   
ফাইল ফটো

ইতিহাসে প্রথমবারের মতো চলতি বছরে দু'বার বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টুর্নামেন্ট দেখতে যাচ্ছে ক্রিকেটপ্রেমীরা। তবে আসন্ন বিপিএলের ৭ম আসরে দেখা যাবে না চিটাগং ভাইকিংসকে! 

আজ সোমবার (২৯ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আনুষ্ঠানিকভাবে, ভাইকিংস কর্তৃপক্ষ নিজেদের মালিকানা ছেড়ে দেয়ার জন্য চিঠি দিয়েছে। চিটাগং ভাইকিংসের বর্তমান মালিকানা রয়েছে ডিবিবিএল গ্রুপের কাছে। ভাইকিংস কর্তৃপক্ষ মালিকানা ছেড়ে দেয়ার জন্য চিঠি দেয়ায় নতুন ফ্র্যাঞ্চাইজি খোঁজা শুরু করে দিয়েছে বিসিবি। 

তবে শুধু একটি নয়, বিসিবি মোট দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি খুঁজছে। জানা গেছে, চিটাগং ভাইকিংসের পাশাপাশি সিলেট সিক্সার্স কর্তৃপক্ষও তাদের মালিকানা ছেড়ে দেবে। সে কারণে, নতুন আগ্রহীদের খুঁজতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্রিকেট বোর্ড।

এসএইচএস 

আরও পড়ুন