• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১, ২০১৯, ০৯:৩২ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১, ২০১৯, ০৯:৩২ পিএম

নারী বিশ্বকাপে ৩২ দল! 

নারী বিশ্বকাপে ৩২ দল! 
ফাইল ফটো

এবারের নারী বিশ্বকাপে অংশ নিয়েছিল মোট ২৪টি দল। তবে আগামী ২০২৩ নারী বিশ্বকাপে অংশগ্রহণকারী দলসংখ্যা বাড়ছে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা নিশ্চিত করেছে, ৮ দল বাড়িয়ে ৩২ দল নিয়ে আগামী নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। 

ফিফা জানিয়েছে, নারী বিশ্বকাপে ২৪ দলের অংশগ্রহণ বাড়িয়ে ৩২ দল করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে ফিফার কাউন্সিলে পাস হয়েছে। যা ২০২৩ বিশ্বকাপ থেকে কার্যকর হবে।’

প্রসঙ্গত, ১২ দল নিয়ে ১৯৯১ সালে প্রথমবারের মতো নারী বিশ্বকাপ আয়োজন করা হয়। ১৯৯৫ বিশ্বকাপেও দলসংখ্যা সমান থাকে। তবে ১৯৯৯ সালে সেটা বেড়ে দাঁড়ায় ১৬'তে। এভাবেই ২০১১ পর্যন্ত টুর্নামেন্ট চলতে থাকে। ২০১৫ সালে এসে দলসংখ্যা উন্নীত হয় ২৪'এ। 

এসএইচএস 

আরও পড়ুন