• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৫, ২০১৯, ০৩:২৩ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৫, ২০১৯, ০৩:২৩ পিএম

সুস্থ হয়ে উঠছেন মাশরাফী, ঈদের পর পুনর্বাসন

সুস্থ হয়ে উঠছেন মাশরাফী, ঈদের পর পুনর্বাসন
বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা - ছবি : ক্রিকইনফো

শ্রীলঙ্কা সফরের উদ্দেশে বাংলাদেশ ক্রিকেট দল দেশ ছাড়ার আগের রাতে অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। এ কারণে শ্রীলঙ্কার বিমান ধরা হয়নি তার। সুস্থতার জন্য তিন সপ্তাহের জন্য বিশ্রামে পাঠানো হয় তাকে। বিশ্রামকালে তাকে ঝুঁকিপূর্ণ সব ধরনের কাজ থেকে বিরত থাকার পরামর্শও দেয়া হয়।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, ঈদের ছুটির পর পুরোদমে মাশরাফী বিন মোর্তজার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।

তিনি বলেন, ‘২১দিন তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়েছিল। এই মুহূর্তে কোনো ধরনের অনুশীলন করা তার জন্য সম্পূর্ণ নিষেধ। কোনো ধরনের পুনবার্সন কার্যক্রমেও অংশ নিতে পারবেন না। এমনকি ফিজিও থেরাপিও বন্ধ। ব্যথা থেকে সম্পূর্নভাবে মুক্ত হওয়ার জন্য আমরা তাকে এই পরামর্শ দিয়েছি। এমনকি ফের ব্যথা লাগতে পারে এমন কোন কাজ করা থেকেও সম্পূর্ণ বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে মাশরাফীকে।’

দেবাশিস চৌধুরী আরও বলেন, ‘মাশরাফী আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এই মুহূর্তে তিনি কোনো ব্যথা অনুভব করছেন না। তিনি আমাদের এটিও বলেছেন, দৈনন্দিন কাজে তিনি কোন ধরনের অসুবিধা বোধ করছেন না। সুতরাং এখন সময় হয়েছে তাকে পুনর্বাসনে পাঠানোর। ঈদের ছুটির পর আমরা তার পুনর্বাসন কাজ শুরু করব।’

সূত্র : বাসস 
এসএইচএস 

আরও পড়ুন