• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৯, ০২:৫২ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৮, ২০১৯, ০২:৫২ পিএম

৮১৮ দিন পর বার্সার উপরে রিয়াল!

৮১৮ দিন পর বার্সার উপরে রিয়াল!
টনি ক্রুসের গোলের পর রিয়াল ফুটবলারদের উদযাপন- ছবি: মার্কা

বার্সেলোনা হার দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করলেও তাদের প্রধান প্রতিপক্ষ ও প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ জয় তুলে নিয়েছে নিজেদের প্রথম ম্যাচে। গতকাল (শনিবার) সেল্টা ভিগোকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই বালাইদোস ছাড়ে লস ব্লাঙ্কোসরা। 

চাইলে এ জয়ে নিজেদের মনোবল বাড়িয়ে নিতে পারে রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। কেননা শেষ ৮১৮ দিনে এই প্রথম লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনাকে পেছনে ফেলতে পারল তারা। ২০১৭/১৮ মৌসুমে শেষবার পয়েন্ট টেবিলে কাতালান ক্লাবটির উপরে ছিল রিয়াল। এরপর আর কখনোই ব্লাউগ্রানাদের পেছনে ফেলতে পারেনি রেকর্ড ৩৩ বারের লীগ চ্যাম্পিয়নরা। 

গত চার আসরে তিনবার চ্যাম্পিয়নস লীগ জিতলেও লীগে বরাবরই বার্সার আধিপত্যের কাছে ধরাশায়ী হতে হয় রিয়াল মাদ্রিদকে। গত মৌসুমে তো লজ্জার রেকর্ড গড়ে তারা। বার্সেলোনার থেকে ১৯ পয়েন্ট পিছিয়ে থেকে লীগে তৃতীয় হয়ে মৌসুম শেষ করে অল-হোয়াইটসরা। নতুন মৌসুমের শুরুতেই সেল্টার বিপক্ষে দারুণ জয় তাই রিয়াল ফুটবলারদের নতুন করে করতে পারে উজ্জীবিত। 

এসএইচএস 

আরও পড়ুন