• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২০, ২০১৯, ০৩:৪০ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২০, ২০১৯, ০৩:৪০ পিএম

হায়দ্রাবাদে নয়, অন্য দলে গিয়ে অধিনায়ক হচ্ছেন সাকিব!

হায়দ্রাবাদে নয়, অন্য দলে গিয়ে অধিনায়ক হচ্ছেন সাকিব!
সানরাইজার্স হায়দ্রাবাদ ছেড়ে নতুন দলের দায়িত্ব নিতে পারেন সাকিব আল হাসান। ফাইল ফটো

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) পরবর্তী আসরে সানরাইজার্স হায়দ্রাবাদ ছেড়ে দিয়ে নতুন দলের অধিনায়ক হতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 

২০২০ সালের আইপিএলে নতুন দুটি দল অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা থাকায় কোনো একটি দলে সাকিব অধিনায়ক হতে পারেন বলে ভারতীয় স্পোর্টসভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকট্রাকার জানাচ্ছে। 

ক্রিকট্রাকারের প্রকাশিত খবরে বলা হয়, আইপিএল ১০ দলের আসরে পরিণত হতে যাচ্ছে। নতুন দুই দলের অধিনায়ক হওয়ার দৌঁড়ে এগিয়ে আছেন পাঁচজন। ওই পাঁচজনের তালিকায় রয়েছেন টাইগার সাকিব। 

মি. অলরাউন্ডার ছাড়াও এ তালিকায় আছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ইয়ন মরগান, ভারতের করুণ নায়ার, রবিন উথাপ্পা ও পার্থিব প্যাটেল।

ক্রিকট্রাকারের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাট এবং বল দুই দিকেই সমান পারদর্শী সাকিব। টি-টুয়েন্টিতে বাংলাদেশ দলের অধিনায়কও তিনি। অধিনায়ক হওয়ার দৌড়ে এই বিষয়টি তাকে এগিয়ে রাখবে।

প্রতিবেদনে আরও বলা হয়, বেশ কয়েক বছর ধরে আইপিএলের অবিচ্ছেদ্য অংশ সাকিব বিদেশি খেলোয়াড় কোটার কারণে শেষ আসরে বেশি ম্যাচ খেলতে পারেননি। তিনি হয়তো সানরাইজার্স হায়দ্রাবাদ ছেড়ে নতুন দলের দায়িত্ব নিতে পারেন।

আরআইএস 

আরও পড়ুন