• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২২, ২০১৯, ১০:৩৫ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২২, ২০১৯, ১০:৩৫ এএম

ফাস্ট বোলাররা অনুশীলনে পারিবারিক কথা বলবে : ল্যাঙ্গারভেল্ট

ফাস্ট বোলাররা অনুশীলনে পারিবারিক কথা বলবে : ল্যাঙ্গারভেল্ট
সংবাদ সম্মেলনে নিজের কোচিং দর্শন নিয়ে কথা বলেছেন চার্লস ল্যাঙ্গারভেল্ট। ফটো: বিসিবি

বাংলাদেশ ক্রিকেট দলের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর চার্লস ল্যাঙ্গারভেল্ট অনুশীলনের সময় ফাস্ট বোলারদের সঙ্গে নিজের সম্পর্ক তৈরির প্রতি গুরুত্ব আরোপ করে বলেছেন, যদি কেউ স্বচ্ছন্দবোধ করার জন্য পারিবারিক কথা বলতে চায় সেটিও বলবে। আমার দুয়ার সব বোলারের জন্য খোলা থাকবে। 

বুধবার (২১ আগস্ট) মিরপুরের জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের সঙ্গে ভাষাগত সমস্যা দূর করার লক্ষ্যে নিজের করণীয় সম্পর্কে তিনি বলেন, যদি অনুবাদকের দরকার হয়, আমি রাখবো। জানি এটা চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জ উতরে যেতে আমি উন্মুখ। 

তিনি আরও বলেন, এই চ্যালেঞ্জটা আমার আফগানিস্তানেও (আফগানদের বোলিং কোচ থাকার সময়) ছিল। আমি দেখেছি দল হিসেবে কাজ করার চেয়ে যদি একজন একজন ধরে কাজ করেন, তখন খেলোয়াড় অনেক স্বচ্ছন্দবোধ করে। আমি জানি এটা কীভাবে সামলাতে হয়। ধীরে কথা বলবো। খুব দ্রুত বলবো না। খেলোয়াড় কী বলতে চাইছে, মনোযোগ দিয়ে শুনবো। এভাবেই সম্পর্ক তৈরি করবো। 

নতুন বল ফাস্ট বোলাররা উইকেট নিতে পারলে স্পিনারদের কাজও পরে সহজ হয়ে যায় উল্লেখ করে তিনি বলেন, ছোট ছোট টেকনিক্যাল দিক নিয়ে কাজ করতে হবে। যেমন, ফিজকে (মুস্তাফিজ) নিয়ে বলা যায়। সে বাঁহাতি, সুইং করাতে পারে। একটু কাজ করলেই হবে। টেকনিক্যাল দিক থেকে কাজ করে হোক বা ট্যাকটিক্যাল, নতুন বলে সফল হওয়া জরুরি।

দীর্ঘদেহী পেসার না থাকলে বাউন্স আদায় করা কঠিন জানিয়ে ল্যাঙ্গারভেল্ট বলেন, তাসকিন আছে বেশ লম্বা। সে যদি ইনজুরিমুক্ত থাকতে পারে, যথেষ্ট ফিট হয়, সে উইকেট থেকে বাড়তি বাউন্স আদায় করতে পারে।

টাইগার ফাস্ট বোলারদের সুইং সামর্থ্য নিয়ে টাইগারদের নতুন বোলিং কোচের সাফ কথা, আমি মাত্রই এলাম। ছেলেদের দেখতে হবে। আমার নিজের বোলিংয়ের শূল শক্তি ছিল সুইং। দেখব কিভাবে সুইং করানোয় ওদের সাহায্য করতে পারি আমি। কেউ যদি সুইং করাতে না পারে, তাকে ধারাবাহিক হতে হবে। আগ্রাসী লাইন-লেংথে ধারাবাহিকতা থাকতে হবে।

সবসময়ই ইয়র্কারকে খুব কার্যকর মনে করা সাবেক এই ক্রিকেটার বলেন, বিশ্ব ক্রিকেট অনেক বদলে গেছে। এখন ইয়র্কার করতে গিয়ে লেংথ একটু এদিক-সেদিক হলেই প্রচুর রান হজম করতে হবে। তবে বোলিং কোচ হিসেবে আমি এখনও বিশ্বাস করি, এটি সেরা অস্ত্র হতে পারে যদি ঠিক জায়গায় রাখা যায়। চাপের সময় এটি ঠিকভাবে করতে পারলে এর চেয়ে ভালো কিছু নেই। কারও যদি খুব ভালো স্লোয়ার ডেলিভারি থাকে, সেটির কার্যকারিতা বাড়াতেও ভালো বাউন্সার ও ইয়র্কার থাকা জরুরি। তাহলে ব্যাটসম্যানকে চমকে দেয়া যায়। একটা ব্যাপার হলো এটি আয়ত্ত করতে হলে, অনুশীলনে অনেক খাটতে হবে। নিয়মিত অনুশীলনের বাইরে অনেক অনেক অনুশীলন করতে হবে।

রিভার্স সুইং নিয়ে চার্লস ল্যাঙ্গারভেল্টের অভিমত, রিভার্স সু‌ইংয়ে যারা দারুণ ছিল, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, তারা কিন্তু ভালো সুইং বোলারও ছিল। খুব বড় ব্যাপার নয়। ছোট ছোট কিছু দিক নিয়ে কাজ করতে হবে, শুধরে দেওয়া খুব কঠিন নয়। রিভার্স সুইংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সিম পজিশন। 

কোচ হিসেবে নিজের বড় চ্যালেঞ্জ কী হতে যাচ্ছে তাও জানিয়ে দিলেন ল্যাঙ্গারভেল্ট। এ প্রসঙ্গে তার সরাসরি মন্তব্য, এমন পেসার বের করতে হবে যারা বাংলাদেশের বাইরে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ায় সফল হতে পারে। ভারতের দিকে তাকালে দেখবেন, ওদের এখন অন্তত এমন তিনজন পেসার আছে যারা দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ায় ম্যাচ জেতাতে পারে। কোনোভাবে এরকম পেসার বের করতে হবে, দেশের বাইরে গেলে যারা নিজেদের মেলে ধরতে পারবে এবং দল আরও বেশি প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারবে।

নিজের কোচিং দর্শন নিয়ে ল্যাঙ্গারভেল্ট বলেন, কোর্টনি ওয়ালশ (টাইগারদের সাবেক বোলিং কোচ) অবশ্যই গ্রেট বোলার ছিলেন। তবে কোচ হিসেবে আমার দর্শন আলাদা। আমি স্কিল নিয়ে বেশি কাজ করতে চাই, সব ধরনের কাজ করতে চাই। 

আরআইএস 

আরও পড়ুন