• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ২৪, ২০১৯, ০৩:৪২ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৪, ২০১৯, ০৩:৪৫ পিএম

মাঠে ফিরছেন অবসর নেয়া রাইডু!

মাঠে ফিরছেন অবসর নেয়া রাইডু!
আম্বাতি রাইডু- ছবি: ইন্টারনেট

ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিলেন অবসর নেয়া ভারতীয় ক্রিকেটার আম্বাতি রাইডু। সম্প্রতি তিনি জানিয়েছেন, আগামী আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়েই খেলবেন তিনি। সেই সঙ্গে ফিটনেসের ওপর জোর দিচ্ছেন তিনি যাতে করে সাদা বলের ক্রিকেটে ফিরতে পারেন তিনি। 

ভারতীয় বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ায় অবসর নেয়া ডানহাতি এ ক্রিকেটার বলেছেন, ‘পরের আইপিএলে আমি চেন্নাইয়ের হয়েই খেলতে নামব। সাদা বলের ক্রিকেটে আমি আবারও ফিরে আসতে চাই। আপাতত আমি আমার ফিটনেসের উপর কড়া জোর দিচ্ছি।’  

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বিশ্বকাপের মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আম্বাতি রাইডু। বিশ্বকাপের মূল স্কোয়াডে জায়গা না পাওয়া এ ক্রিকেটার দলে ছিলেন স্ট্যান্ড বাই হিসেবে। কিন্তু একে একে শিখর ধাওয়ান, বিজয় শঙ্কররা চোটের কারণে মূল স্কোয়াড থেকে ছিটকে যেতে শুরু করলেও তাকে বিশ্বকাপ দলে ডাকা হয়নি। বরং স্ট্যান্ডবাই টিমে না থাকা ঋষভ পন্থ, মায়াঙ্ক আগারওয়ালরা রাইডুকে টপকে ঢুকে যান স্কোয়াডে। 

এতেই ক্ষুব্ধ হন রাইডু। সরাসরি প্রকাশ না করলেও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের তীব্র কটাক্ষ করে তিনি ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা দেন। আর কারণ হিসেবে বলেন, ‘আবেগপ্রবণ হয়ে আমি অবসরের সিদ্ধান্ত নেয়নি। বিশ্বকাপের জন্য গত চার বছর ধরে আমি অনেক পরিশ্রম করেছি। দলে ডাক না পাওয়ার আমি এই সিদ্ধান্ত গ্রহণ করিনি। আসলে প্রচুর পরিশ্রম করেও কোনো ফল না পেলে সেখান থেকে সরে দাঁড়াতে হয়।’ 

এসএইচএস 

আরও পড়ুন