• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ২৪, ২০১৯, ০৭:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৪, ২০১৯, ০৭:৪৬ পিএম

৪৮ রানে পিছিয়ে নিউজিল্যান্ড 

৪৮ রানে পিছিয়ে নিউজিল্যান্ড 
সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার টম লাথাম- ছবি: টুইটার

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কার চেয়ে ৪৮ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড। কলম্বোয় প্রথম ইনিংসে স্বাগতিকদের ২৪৪ রানের জবাবে ৬ উইকেট হাতে রেখে স্কোরবোর্ডে ১৯৬ তুলে দিন শেষ করেছে নিউজিল্যান্ড। 

টেস্টের প্রথম ইনিংসে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। আগের টেস্টে হেরে যাওয়া দলটি দলীয় ১ রানেই প্রথম উইকেট হারায়। খালি হাতে সাজঘরে ফেরেন ওপেনার জিত রাওয়াল। কেন উইলিয়ামসনও বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। ২০ করে লাহিরু কুমারার বলে কুশল মেন্ডিজের তালুবন্দি হন তিনি। 

ওপেনার টম লাথাম উইকেটের একপ্রান্ত আগলে রেখে খেলে গেলেও রস টেলর ও হেনরি নিকোলসরা তাকে ভালো সঙ্গ দিতে পারেননি। টেলরের ব্যাট থেকে আসে ২৩ রান। অন্যদিকে নিকোলস করেন 1৫ রান। 

পঞ্চম উইকেট জুটিতে ওয়াটলিংয়ের সঙ্গে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে মাঠ ছাড়েন লাথাম। এর মধ্যে অবশ্য ক্যারিয়ারের ১০তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন তিনি। আগামীকাল (রোববার) ১১১ রান নিয়ে ব্যাটিং করতে নামবেন। 

এসএইচএস  


 

আরও পড়ুন