• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৪, ২০১৯, ১১:০৫ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৪, ২০১৯, ১১:০৫ এএম

ওয়েস্ট ইন্ডিজকে কাঁপিয়ে দিলেন ইশান্ত শর্মা

ওয়েস্ট ইন্ডিজকে কাঁপিয়ে দিলেন ইশান্ত শর্মা
ইশান্ত শর্মার দারুণ বোলিংয়ে ক্যারিবীয় ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেননি। ফটো : টুইটার

অ্যান্টিগা টেস্টে প্রথম ইনিংসে ২৯৭ রানের বেশি করতে না পারলেও ইশান্ত শর্মার দারুণ বোলিংয়ে লিড নেয়ার পথে রয়েছে ভারত। দ্বিতীয় দিনশেষে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে করেছে ৮ উইকেটে ১৮৯ রান। এখনো স্বাগতিকরা ১০৮ রানে পিছিয়ে আছে।

শুক্রবার (২৩ আগস্ট) ৬ উইকেটে ২০৩ রান নিয়ে দিনের খেলা শুরু করা ভারত তিনশ রানের কাছাকাছি স্কোর করতে পেরেছে টেল এন্ডার ব্যাটসম্যানদের নিয়ে রবীন্দ্র জাদেজার লড়াইয়ের কারণে। অষ্টম উইকেটে ইশান্ত শর্মার সঙ্গে অষ্টম উইকেটে জাদেজা ৬০ রান যোগ করেন। 

শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে জাদেজা ১১২ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৮ রান করেন। ভারতের পক্ষে সর্বাধিক ৮১ রান করেন আজিঙ্কা রাহানে।

ক্যারিবীয় বোলারদের মধ্যে কেমার রোচ ৪টি, শ্যানন গ্যাব্রিয়েল ৩টি, রোস্টন চেস ২টি এবং জেসন হোল্ডার একটি উইকেট লাভ করেন। 

স্বাগতিকদের প্রথম আট ব্যাটসম্যানের সবাই যায় দুই অংকের ঘরে ব্যক্তিগত রান করতে পারলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন। জুটিও বড় করতে তারা সক্ষম হননি। একপর্যায়ে স্বাগতিকদের স্কোর ৪ উইকেটে ১৩০ থাকা সত্ত্বেও ইশান্ত শর্মার বোলিং তোপে তারা খেই হারিয়ে ফেলে।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রোস্টন চেস ৪৮, শিমরন হেটমায়ার ৩৫ এবং শাই হোপ ২৪ রান করেন।

টিম ইন্ডিয়ার পক্ষে ইশান্ত শর্মা ৪২ রান দিয়ে নেন ৫ উইকেট। একটি করে উইকেট পান মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা। 

আরআইএস