• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০১৯, ০৬:৪২ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৯, ২০১৯, ০৬:৫২ পিএম

এখন তো আর ‘শিখছি’ বলতে পারি না: সাকিব

এখন তো আর ‘শিখছি’ বলতে পারি না: সাকিব

আফগানিস্তানে বিপক্ষে চট্টগ্রামে একমাত্র টেস্টে খেলা হয়েছে পাঁচদিন। যেখানে এক মুহূর্তের জন্যও মনে হয়নি এই ম্যাচে জিততে পারে বাংলাদেশ। তবে ড্র করা যে একেবারেই অসম্ভব ছিল না, তা বলা যাবে না কোনোভাবেই। বিশেষত চতুর্থ ও পঞ্চম দিনের বৃষ্টির পর ড্র করাটা উচিতই ছিল বলা চলে। 

তাও করতে পারেনি বাংলাদেশ। তিন টেস্টের অভিজ্ঞতা সম্পূর্ণ আফগানদের কাছে বাংলাদেশ হেরে গেছে ২২৪ রানের বড় ব্যবধানে। এমন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা যে কোনো দলের অধিনায়কের জন্যই অস্বস্তির। বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান এসে চট্টগ্রাম টেস্টের ব্যর্থতা নিয়ে বলেও গেলেন। 

তিনি বলেন, ‘আমার মতে, আমাদের ব্যাটসম্যান ও আফগানিস্তানের বোলিংয়ের একটা সংমিশ্রণ ঘটেছে এই টেস্টে। ভালো ও ধারাবাহিক দল হতে আমাদের কঠোর পরিশ্রম করা জরুরি। ২০ বছর ধরে খেলার পর তো আর বলতে পারি না যে, আমরা একটা প্রক্রিয়ার মধ্যে আছি।’

সামনেই আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ। চট্টগ্রাম টেস্ট ভুলে গিয়ে সাকিব তাকাতে চান সেদিকেই। তিনি আরও বলেন, ‘যত দ্রুত সম্ভব এই ম্যাচ ভুলতে হবে এবং নজর দিতে হবে টি-টোয়েন্টি সিরিজে। এই ফরম্যাটে (টি-টোয়েন্টি) আফগানিস্তান খুবই ভালো দল। সামনের বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ, তাই টি-টোয়েন্টিতে নজর দেওয়াটা জরুরি।’

আরও পড়ুন