• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০১৯, ০১:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১০, ২০১৯, ০১:৫৪ পিএম

গ্রেপ্তার হচ্ছেন না শামি

গ্রেপ্তার হচ্ছেন না শামি

গত সপ্তাহে কলকাতার একটি আদালত আদেশ জারি করেছিল ১৫ দিনের মধ্যে আত্মসমর্পন না করলে গ্রেপ্তার হবেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। এবার সেই আদেশকে সাময়িক সময়ের জন্য স্থগিত করেছে ভারতের হাইকোর্ট।২০১৮ সালে তার বিরুদ্ধে যৌন হয়রানি, পরকীয়া ও নারী নির্যাতনের অভিযোগ এনে মামলা করেন স্ত্রী হাসিন জাহান।

এরপর ভাই হাসিদসহ আটকও হতে হয়েছিল তাকে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বার্ষিক চুক্তি থেকেও বাদ পড়েছিলেন এই পেসার। সেই সময় সাময়িকভাবে তার খেলার উপর নিষেধাজ্ঞাও জারি হয়েছিল। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনি পরে আবারও জাতীয় দলে ফিরেছিলেন।  

শামির গ্রেপ্তার আদেশ স্থগিতের ব্যাপারে তার উকিল সলিম রহমান এএফপিকে জানিয়েছেন, ‘আলিপুর আদালতের জেলা জজ রাই চট্টোপাধ্যায় তাঁর গ্রেপ্তারের ওপর দুই মাসের স্থগিতাদেশ দিয়েছেন। ২ নভেম্বর আবার এই মামলার শুনানি হবে। ফলে সাময়িক স্বস্তি পাচ্ছেন টিম ইন্ডিয়ার এ পেসার। ফলে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে কোনও অসুবিধা হবে না শামির।’

এমএইচবি

আরও পড়ুন