• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০১৯, ০৪:১১ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১০, ২০১৯, ০৪:১১ পিএম

মায়ের স্বপ্ন পূরণ করতে পেরে খুশি মিশু

মায়ের স্বপ্ন পূরণ করতে পেরে খুশি মিশু

মঙ্গলবার আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। যেখানে চমক হিসেবে আছেন নোয়াখালীর ইয়াসিন আরাফাত মিশু। ওই জেলা থেকে প্রথম কোনো ক্রিকেটার হিসেবে জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। 

ছোটবেলা থেকে ক্রিকেটের প্রতি আলাদা ভালোবাসা ছিল মিশুর। কিন্তু শুরুতে পরিবারের সমর্থন পাননি তিনি। পরে তার মা বলেছেন, ‘যদি ক্রিকেটার হতেই হয়, মাশরাফির মতো হবি।’ সেই স্বপ্নপূরণের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন মিশু। 

মায়ের স্বপ্ন পূরণ করতে পেরে খুশি তিনি। স্কোয়াডে সুযোগ পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিশু লিখেন, ‘আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য।’

এমএইচবি

আরও পড়ুন