• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০১৯, ০৬:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১২, ২০১৯, ০৬:৪৫ পিএম

সহজেই বাংলাদেশকে টি-টুয়েন্টিতে হারানো সম্ভব: মাসাকাদজা

সহজেই বাংলাদেশকে টি-টুয়েন্টিতে হারানো সম্ভব: মাসাকাদজা
জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। ফাইল ছবি

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ। যেখানে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে লড়বে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচে শুক্রবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে জিম্বাবুয়ে। 

ওই ম্যাচে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের অধিনায়কের হ্যামিল্টন মাসাকাদজার উদ্দেশ্যে প্রশ্ন করা হয় টি-টুয়েন্টি ক্রিকেটে কী বাংলাদেশকে হারানো সহজ কি না। জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ। কেননা ম্যাচের ফরম্যাট যত ছোট হবে, দলগুলোর ব্যবধান ততই কমে আসবে। টি-টোয়েন্টি এমন একটি ফরম্যাট, যেখানে যে কেউ একাই ম্যাচ টেনে নিতে পারে ও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সব মিলিয়ে এই ফরম্যাটে বড় দল কিংবা ছোট দল বলে কিছু নেই।’

জিম্বাবুয়ের ক্রিকেটে এখন বেহাল দশা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আইসিসি কতৃক সাময়িকভাবে নিষেধাজ্ঞায়ও রয়েছে তারা। বিসিবির আমন্ত্রণেই ত্রিদেশীয় সিরিজ খেলতে মাসাকাদজার নেতৃত্বে বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে। মাসাকাদজাকে তাই প্রশ্ন করা হলো পিছিয়ে থেকেই কি ত্রিদেশীয় সিরিজ খেলতে নামবে তার দল?

জিম্বাবুয়ে অধিনায়কের জবাব, ‘দুটি দলই খুব শক্তিশালী। আফগানিস্তান দারুণ টি-টুয়েন্টি খেলছে। আর বাংলাদেশ খেলেবে ঘরের মাটিতে। আমি বলব দুটো দলই শক্তিশালী। টি-টুয়েন্টি ক্রিকেটে আমাদেরও সাফল্য আছে। এর আগে বাংলাদেশে আমরা বেশ ভালো টি-টোয়েন্টি খেলেছি। এখানকার কন্ডিশন সম্পর্কেও জানি। সুতরাং, আমরা পিছিয়ে থেকে শুরু করছি না।’

এমএইচবি

আরও পড়ুন